সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্টিলথ ড্রোন তৈরি করছে চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাডার এবং যুদ্ধ বিমান প্রতিরোধী অস্ত্রকে ফাঁকি দিয়ে চলতে পারে এমন সামরিক ড্রোন বিমান তৈরি করছে চীন।

দেশটির সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন (ক্যাসিক) এই ড্রোন তৈরি শুরু করেছে। খবর পিপলস ডেইলির।

ক্যাসিকের উপ-মহাব্যবস্থাপক ওয়েই ইয়িন চায়না ডেইলিকে বলেছেন, নতুন ড্রোনটি হবে দীর্ঘ পথ অতিক্রমের জ্বালানি সক্ষমতা সম্পন্ন স্টিল্থ ড্রোন যা অনেকটা মহাকাশ ড্রোনের কাছাকাছি হবে।

এই বিমানের সব যন্ত্রাংশকে আন্তর্জাতিক মানের চালকবিহীন এয়ারক্রাফটের উপযোগী করাই ক্যাসিকের লক্ষ্য বলে জানান তিনি।

ওয়েই বলেন, সামরিক সংস্কারের ফলে বিশ্বজুড়ে সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে ব্যাপকহারে যে উচ্চতর পরিবর্তন হচ্ছে তাতে ড্রোন আধুনিক যুদ্ধের অপরিহার্য অস্ত্রে পরিণত হয়েছে। বিশেষ করে শত্রুপক্ষের উপর উচ্চমাত্রার নজরদারি, দীর্ঘ দূরত্বে লক্ষ্যভেদী আক্রমণ চালানো, সাবমেরিন বিরোধী অভিযান এবং আকাশপথে যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।

এ কারণে ত্রয়োদশ পঞ্চবার্ষিক (২০১৬-২০২১) পরিকল্পনাকালে ক্যাসিক লম্বাদূরত্বের স্টিল্থ ড্রোন তৈরির প্রযুক্তি উন্নয়ন, উচ্চগতির যুদ্ধ ও গোয়েন্দা ড্রোনের নকশা সম্পন্ন এবং এসব পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে বলেও জানান তিনি।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে জনপ্রিয় চীনা সামরিক ড্রোনগুলো হলো সিএইচ পরিবার এবং উইং লুং সিরিজের।

সিএইচ ড্রোন বর্তমানে বিশ্বের ১০টি দেশের সামরিক বাহিনীর কাছে বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে উইং লুং-২ ড্রোন চীনের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন রফতানির চুক্তি অর্জন করেছে।

এছাড়া চীন ডব্লিউ জে-৫০০, ডব্লিউ জে-৬০০, ডব্লিউ জে-৬০০এ/ডি সিরিজের সামরিক ড্রোন বিক্রি করছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি