রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে পুলিশের হাতে যুবক খুন, ৩ কন্সটেবল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৭

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লা সদরে বালুতুপা এলাকায় সদর দক্ষিণ থানা পুলিশের হাতে এক যুবক (২৮) খুন হয়েছে। এলাকাবাসির সহায়তা ৩ কন্সটেবলকে ঘটনাস্থল থেকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সকাল ৯টায় পুলিশ মরদেহটি বালুতুপা এলাকার ফসলী জমি থেকে উদ্ধার করে ।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আটক হওয়া দুই কন্সটেবলের পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, একটি সাদা হায়েক্স মাইক্রোবাসে করে সদর দক্ষিণ থানা পুলিশের ৪ জন সদস্য এক মোটরসাইকেল চালককে সদর দক্ষিণ উপজেলার ভারতের সীমান্তবর্তী লক্ষèীপুর এলাকা থেকে ধাওয়া করে। পরে সদরের বালুতুপা এলাকা সড়কে এসে মোটরসাইকেল যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সদর দক্ষিণ থানা পুলিশ তাকে ধরে বালুতুপার এক ফসলী জমিতে নিয়ে পিটিয়ে হত্যা করে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন পুলিশের ৪ সদস্যকে ঘিরে ফেলে। এ সময় দুই জন সদস্য পালিয়ে যায়। এ সময় ৩ কন্সটেবলকে স্থানীয়রা আটক করে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওই সময় স্থানীয় উত্তেজিত লোকজন পুলিশের বহনকারি গাড়িটি ভাংচুর করে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্র আরো জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে সদর দক্ষিণ থানা পুলিশের সদস্যরা সব সময় বেপরোয়া মনোভাব দেখায়। তারা নানা প্রকার অপরাধের সাথে জড়িত। তারা স্থানীয় সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের সাথে জড়িয়ে অনেক সাধারণ মানুষকে হয়রানি করছে। সাধারণ মানুষ ধরে মাদক দিয়ে আটক করার ভয় দেখিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে থানা পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
কোতয়ালী থানা পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মোঃ সালাউদ্দিন জানান, তিনজন আটক করা হয়েছে। তারা এ হত্যায় জড়িত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি