রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ফেসবুকে হুমকির অভিযোগে কামরুল হুদার বিরুদ্ধে থানায় জিডি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৭

ষ্টাফ রিপোর্টার :ফেসবুকে হুমকি এবং ধর্মীয় অবমাননার বিরুদ্ধে চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদার বিরুদ্ধে সাধারন ডায়েরী হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী ওলামা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউর রহমান মজুমদার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় উক্ত জিডি করেন। (জিডি নং- ৩৫৭, তাং- ০৯.০৩.১৭ ইং) জিডি সূত্রে জানা যায়, চলতি মার্চ মাসের ১ তারিখে মাওলানা জিয়াউর রহমান তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বিএনপি’র দলীয় গঠনতন্ত্র বিষয়ে একটি পোষ্ট প্রদান করেন। পরেরদিন ২ই মার্চ জেলা কমিটি অনুমোধিত চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা নামীয় বহুল প্রচারিত ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য করেন। মন্তব্যে তিনি উল্লেখ করেন; তুমি ভুয়া কেন্দ্রীয় নেতা, তুমি তোমার লেখালেখি বন্ধ না করলে শান্তিপ্রিয় জনতা তোমার রেসপন্সিবিলিটি নেবে, এতটা টলারেট তাদের কেন করতে হবে”। বিগত ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়ে চাঁদাতো কম নেও নাই। অপর আরেক মন্তব্যে উক্ত আইডি থেকে আরও বলা হয়, “তুমি ভুয়া, তোমার মতো কাঠমোল্লার লেখালেখি বড্ড বেমানান। তার আইডি থেকে এরুপ মন্তব্যের সূত্র ধরে কামরুল হুদা সমর্থিত বিভিন্ন আইডি থেকে বাদীকে দিগম্বর করা, মাওলানা শব্দটাকে মৌ-লানা বলে কটাক্ষ, কাঠমোল্লা উপাধি, চৌদ্দগ্রাম বাজারে আসাতে বাঁধা প্রয়োগের হুমকিসহ আরও বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে।
জিডিতে তিনি উল্লেখ করেন হুদা গংদের এই ধরনের হুমকিতে বর্তমানে তিনি আতংকিত অবস্থায় আছেন। জিডিতে ইসলামের পবিত্র লেভাস মোল্লা কে কাঠমোল্লা উপাধি, মাওলানাকে মৌ-লানা, মৌ-লুভি ইত্যাধি উপাধি দেওয়ায় ইসলাম অবমাননার বিষয়েও ব্যবস্থা নেওয়ার দাবী জানান মাওলানা জিয়াউর রহমান মজুমদার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি