সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি

পূর্বাশা ডেস্ক:ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোনালাপ। ১০ মার্চ শুক্রবার দুই নেতার টেলিফোন আলাপকালে আব্বাস এ আমন্ত্রণ জানান ট্রাম্প।

মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনার বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিন ও ইসরায়েলের রাজনৈতিক বিরোধ নিয়ে পুনরায় আলোচনা শুরুর জন্য আব্বাসকে শিগগিরই হোয়াইট হাউস ঘুরে যেতে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানান, টেলিফোনে আলাপকালে ট্রাম্প ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের প্রতিশ্রুতির প্রতি জোর দেন।

ট্রাম্পকে আব্বাস বলেছেন, ফিলিস্তিনি মানুষের জন্য শান্তি একটি ‘কৌশলগত পছন্দ’, যা ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র সেয়ান স্পাইসারও মাহমুদ আব্বাসকে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিগগিরই ট্রাম্প ও আব্বাস হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হবেন।

এরআগে গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সফরে ট্রাম্প ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার অমীমাংসিত রাষ্ট্র নিয়ে চলা বিরোধের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন।

২০১৪ সালের এপ্রিল থেকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি