রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পুলিশের ধাওয়ায় যুবক নিহতের ঘটনায় দুই মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পুলিশের টহল দলের ব্যবহৃত গাড়ি চাপায় রাসেল নামের এক যুবক নিহতের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক ২টি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের রিকুইজিশন করা মাইক্রোবাসের চালক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনা ঘটিয়ে রাসেলের মৃত্যু ঘটানোর অভিযোগে তার ভাই মানিক বাদী হয়ে গাড়িচালক আবুল বাশারের বিরুদ্ধে শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, মামলা দায়েরের পরই গাড়ি চালক আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, ঘটনার পর পুলিশ সদস্যদের মারধর ও কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে সদর দক্ষিণ মডেল থানার ওই টহল টিমের নেতৃত্বদানকারী এএসআই জহির বাদী হয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩শ’ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় আরো একটি মামলা দায়ের করছেন। শনিবার বিকালে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, এ ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য শুক্রবার ভোরে সদর দক্ষিণ মডেল থানার একটি টহল টিম মাইক্রোবাস নিয়ে জেলার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। একপর্যায়ে উভয় গাড়িই দুর্ঘটনায় পতিত হয়ে রাসেল নামের এক যুবক নিহত হয়। কিন্তু পুলিশ রাসেলকে হাসপাতালে না নিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ২শ’ গজ দূরবর্তী একটি ধানের জমিতে রেখে চলে যাওয়ার চেষ্টাকালে ক্ষুব্ধ এলাকাবাসীর রোষানলে পড়তে হয় পুলিশের টহল টিমকে। এ সময় গ্রামবাসী এএসআই জহির, কনস্টেবল কামাল, খোরশেদ ও মিজানকে আটক করে মারধরসহ রিকুইজিশন করা মাইক্রোবাসটি আগুনে জ্বালিয়ে দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি