রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভোট বেচা-কেনার সংস্কৃতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭

পূর্বাশা  ডেস্ক: নির্বাচনে ভোট বেচা-কেনার সংস্কৃতি বন্ধ হলে দেশ অনেক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

রোববার সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ভোট কিনে জনসেবা করার প্রয়োজন নেই। মন্ত্রীরা দুর্নীতি না করলে তার মন্ত্রণালয়ের কোন কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবে না।

এসময় জনপ্রতিনিধিদের জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি