সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লীতে গণধর্ষণের শিকার নেপালী নারীর ভবন থেকে লাফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দিল্লীতে পাঁচ জন দ্বারা গণধর্ষণের শিকার হওয়া এক নেপালী নারী এক তলা ভবন থেকে লাফ দিয়েছেন। পাঁচজন পুরুষের কবল থেকে বাঁচার জন্য সুযোগ পেয়েই ব্যালকনি দিয়ে লাফ দিয়েছিলেন তিনি। ৩০ বছর বয়সী নারীর পায়ে আঘাত লেগেছে। হাসপাতালে চিকিৎসাধীন সে নেপালী নারী পুলিশকে জানিয়েছে যে তাকে পূর্ব দিল্লীর পান্ডব নগর এলাকার একটি ফ্লাটে বন্দি করে রাখা হয়। রবিবার তাকে উপর্যুপরি ধর্ষন করে সে পাঁচজন পুরুষ। বিভিন্ন কল সেন্টারে কাজ করা সে পাঁচজন ধর্ষক হচ্ছেন লক্ষ্য, বিকাশ কুমার, নাভীন, স্বরিত ও প্রতীক।

পান্ডব নগর পুলিশ জানায় সেই নারীকে ফ্লাটে নিয়ে আসেন তার বন্ধু বিকাশ। সেখানে ছিল বিকাশের পরিচিতি কয়েকজন বন্ধু। একটি পার্টিতে অংশগ্রহণের কথা বলে সে নারীকে নিয়ে আসা হয়েছিল।

ত্রিশ বছর বয়সী সেই নেপালী নারী দুজন সন্তানসহ বসবাস করে আসছিলেন দক্ষিণ দিল্লীর মুনিরকা এলাকাতে। শনিবার রাতে মুনিরকা এলাকাতে গিয়ে তাকে নিয়ে আসেন বিকাশ। বিকাশের সাথে সে নারীর পরিচয় হয়েছিল কয়েকমাস আগে। পার্টিতে অংশগ্রহণের কথা বলে সে ফ্লাটে এনে অভিযুক্ত পাঁচজন তাকে মদ খেতে বাধ্য করে। মদ্যপ হয়ে পড়লে তাকে ফ্লাটে তালাবদ্ধ করে পালাক্রমে ধর্ষন শুরু করে। কাউকে জানানোর চেষ্টা বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার বড় ক্ষতি করার ভয় দেখানো হয়।

রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফ্লাটের ব্যালকনিতে যেতে সক্ষম হন এবং লাফ দেন। পথচারীদের কাছে সহায়তা চান এবং তাদের একজন পুলিশকে ঘটনাটি জানায়।

ডেপুটি কমিশনার অম্ভির সিং জানান, ‘ধর্ষনের শিকার হওয়া নারীকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অভিযুক্ত পাঁচ তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি