সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেনাপোল দিয়ে যাচ্ছে স্বর্ণ-ডলার, আসছে মাদক!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ ও ডলার। আন্তর্জাতিক সোনা চোরাকারবারিরা বেনাপোলকেই ব্যবহার করছে নিরাপদ রুট হিসেবে। ভারতে পাচার হওয়া সোনা ও ডলারের বিনিময়ে আসছে হেরোইন, ফেনসিডিল আর গাঁজা। বিজিবি ও পুলিশের হাতে প্রায়ই সোনা, ডলার ও মাদকসহ চোরাকারবারিরা আটক হলেও থেমে নেই তাদের অবৈধ ব্যবসা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে এসব ব্যবসা।

অধিক মুনাফা ও দেহে ফিটিং করে নিরাপদে এসব পণ্য এপার-ওপার করা সহজ বলে ক্রমেই এ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রশাসনের হাতে ধরা পড়ার পর এসব চোরাকারবারির আসল রূপ বেরিয়ে পড়ছে। ইতিমধ্যে সোনার বারসহ বিজিবি হাতে ধরা পড়েছে একজন গ্রাম্য ডাক্তার, কাপড় ব্যবসায়ী এবং সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিও।

বেনাপোলসহ শার্শা উপজেলার প্রতিটি সীমান্তে কমবেশি চোরাচালান হলেও এখন চোরাকারবারিদের নিরাপদ রুট হিসেবে বেনাপোল, দৌলতপুর, পুটখালি, সাদীপুর এবং গাতিপাড়া সীমান্তকেই ব্যবহার করছে। গত কয়েক মাসে এসব সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনার বার ও ডলার আটক হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় বেনাপোলের শিকড়ি বটতলা এলাকা থেকে দেড় কেজি ওজনের ১২টি সোনার বারসহ আসানুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি বেনাপোলের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে। ২০১৬ সালের ৩ ডিসেম্বর বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে দেড় কোটি টাকা মূল্যের এক কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোলের সাদিপুর গ্রামের সোবহান গাজীর ছেলে হাবিবুর রহমান ও মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে শওকত আলী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি