সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের আয়কর তথ্য ফাঁস রিটার্নের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ট্রাম্পের আয়কর রিটার্নের তথ্য ফাঁস হয়ে গেছে। মার্কিন গণমাধ্যম এমএসএনবিসি ট্রাম্পের এই তথ্য ফাঁস করেছে। তথ্য অনুযায়ী, ২০০৫ সালে পরিশোধ করা আয়করের পরিমাণ ৩৮ মিলিয়ন ডলার। যা প্রকৃত পক্ষে ছিল ১৫০ মিলিয়ন।

প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর রিটার্ন তথ্য ফাঁস করায় নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, আয়কর রিটার্ন প্রকাশ করা বে আইনি। এমএসএনবিসি দুই পৃষ্ঠার আয়কর রিটার্ন প্রকাশ করে অন্যায় করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ও আয়কর রিটার্ন প্রকাশ করেননি ট্রাম্প। তবে এই তথ্য ফাঁসকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন গণমাধ্যম। আপাত দৃষ্টিতে এর কোন গুরুত্ব না থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে এই তথ্য ফাঁস আয়কর রিটার্নের তথ্য প্রকাশের জন্য চাপ প্রদান করা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি