রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাতের ঘুম আল্লাহর রহমতের অংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঘুম আল্লাহ তায়ালার একটি বিশেষ নেয়ামত। পানি ছাড়া যেমন কোনো জীব বাঁচতে পারে না, তেমনি বিশ্রামহীন অবস্থায় কোনো প্রাণী থাকতে পারে না। প্রাণ থাকলে বিশ্রাম নিতেই হবে। আহার এবং বিশ্রাম একে অন্যের পরিপূরক। ঘুম শরীরের ক্লান্তি দূর করে। ঘুম মনের প্রশান্তি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানেও প্রত্যেক মানুষকে শারীরিক সুস্থতার জন্য আট ঘণ্টা বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছে। ঠিকমতো ঘুম না হলে শরীর মন কোনোটাই ভালো থাকে না।

কুরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তায়ালাই তোমাদের জন্য রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনেকে জেগে ওঠার সময় করে দিয়েছেন।’ (সূরা ফোরকান : ৪৭)। ‘ আল্লাহ পাক যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকজ্জ্বল করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের প্রতি বিশেষ অনুগ্রহশীল, কিন্তু বেশির ভাগ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না।’ (সূরা আল- মুমিন ৬১)।

আল্লাহ মানুষকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। পাশাপাশি প্রত্যেক সৃষ্টির জন্য পৃথক আহারের ব্যবস্থা করেছেন। সৃষ্টির ধরন অনুযায়ী আবাসনের ব্যবস্থা করেছেন। কোনো কোনো প্রাণী সূর্যের আলোতে দিনের বেলায় ঘুমায় অর্থাৎ বিশ্রাম নেয়। কোনো কোনো প্রাণী চন্দ্রের আলোতে কিম্বা অন্ধকারে ঘুমায়। কোনো প্রাণী দিনের আলোতে আহারের সন্ধান করে। কোনো প্রাণী রাতে অন্ধকারে আহারের সন্ধান করে। অথচ মানুষের মধ্যে অল্প সংখ্যকই আল্লাহর এসব কুদরত সম্পর্কে চিন্তা-ভাবনা করে। কুরআনে এরশাদ হয়েছে, ‘আপনি বলুন, তোমরা কখনো এ কথা কি ভেবে দেখেছো, আল্লাহ তায়ালা যদি দিনকে (রোজ) কেয়ামত পর্যন্ত (স্থায়ী করে) তোমাদের ওপর বসিয়ে দেন, তাহলে (বলো) আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ আছে যে, তোমাদের (জন্য) রাত এনে দিতে পারবে, যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে, তোমরা কি (আল্লাহর তায়ালার নেয়ামত) দেখতে পাও না? এটা তো তারই রহমত যে, তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন। যাতে করে তোমরা (রাতে) আরাম করতে পারো এবং (দিনের বেলায়) তার অনুগ্রহ সন্ধান করতে পারো, যেন তোমরা তার শোকর আদায় করতে পারো।’ (সূরা আল কাসাস : ৭২-৭৩)।

আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে, আল্লাহ খুশি হয়ে নেয়ামতের পরিমাণ আরো বৃদ্ধি করে দেন। অকৃতজ্ঞ হলে কিংবা নেয়ামতের শুকরিয়া প্রকাশ না করলে। আল্লাহ আজাব-গজব দিয়ে থাকেন। সুতরাং শরীরকে সুস্থ রাখার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। ঘুমের মতো একটি উত্তম নেয়ামতের জন্য আল্লাহর প্রতি সবাইকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেজদায় লুটিয়ে পড়তে হবে। তাহলে আল্লাহ তায়ালা শারীরিক সুস্থতা দান করবেন। শরীরিক সুস্থতার নেয়ামত বৃদ্ধি করে দেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি