শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিগগিরই পাট দিয়ে ‘পলিথিন ব্যাগ’ বাজারে আসছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাট দিয়ে তৈরি হয়েছে পলিথিন ব্যাগ। অবিকল বাজারে প্রচলিত পলিইথাইলিন-পলিথিনের মতোই। তবে টেকসই বেশি। হালকা আর পাতলা। ব্যবহারের পর ফেলে দিলে মিশে যাবে মাটির সঙ্গে। পুড়িয়ে ফেললে ছাই-ভস্মে পরিণত হবে। পাটের সূক্ষ্ম তন্তুর পলিথিন কিভাবে সম্ভব? এমন প্রশ্নে বিস্মিত হতে পারেন অনেকেই। তবে অসম্ভবকে সম্ভব করে পরিবেশবান্ধব ‘পাটের পলিথিন’ ব্যাগ তৈরি করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা।

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, আগামী ৬ মাসের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে পাটের পলিথিন উৎপাদন শুরু করা হবে। তিন মাসের মধ্যে বিদেশ আনা হবে যন্ত্রপাতি। সবকিছু করা হচ্ছে মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে। সরকারিভাবে উৎপাদনের পর বেসরকারিভাবেও এই ব্যাগ উৎপাদনে উৎসাহ দেয়া হবে। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি হবে এই ব্যাগ। বাজারে যে পলিথিন ব্যাগ আছে তার চেয়ে দেড়গুণ বেশি টেকসই এবং ব্যবহার স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে এই পাটের পলিথিনে। তিনি জানান, রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনের বহুমুখী পাটপণ্যের মেলায় বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) স্টলে প্রদর্শিত হয়েছে এই পাট পলিথিন। দুই রঙের দৃষ্টিনন্দন পাটের পলিথিন ব্যাগগুলো চার কোণ আকৃতির। বাজারে প্রচলিত পলিথিন ব্যাগের মতোই হালকা-পাতলা।

বিজেএমসির কর্মকর্তারা জানান, আণবিক শক্তি কমিশনের সাবেক ডিজি ড. মোবারক হোসেনের নেতৃত্বে বিজ্ঞানীরা পাট পলিমার তৈরি করছেন। এটি পলিথিনের বিকল্প হিসেবে বিভিন্ন মোড়কজাতীয় পণ্য তৈরিতে ব্যবহূত হবে। তারা বর্তমানে এই ব্যাগ ম্যানুয়াল পদ্ধতিতে তৈরি করেছেন। বিদেশ যন্ত্র আসার পর বাণিজ্যিকভাবে তৈরি করা হবে।

জানা যায়, বর্তমানে প্রচলিত অপচনশীল পলিথিন ব্যাগ নালা-নর্দমায় আটকে মারাত্মক পরিবেশ দূষণ ঘটিয়ে চলেছে। বাংলাদেশে পরিবেশ দূষণের অন্যতম কারণ পলিথিন। কড়া শাস্তির আইন করে এটি নিষিদ্ধ করা হলেও রোধ করা যাচ্ছে না এর উৎপাদন ও ব্যবহার। কারণ বাজারে পলিথিনের কোনো বিকল্প ছিল না। বাজারে প্রচলিত পলিথিন আসলে পলিইথাইলিন। বর্তমানে দুই ধরনের পলিথিন উৎপাদিত হয়Ñ কম ঘনত্বের নরম পলিথিন এবং উচ্চ ঘনত্বের পলিথিন। পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় অপরিশোধিত খনিজ তেল। এই পলিথিন মাটি কিংবা পানিতে শত শত বছর পড়ে থাকলেও ধ্বংস হয় না। এ সময়ে এটি ছড়ায় পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর নানা উপাদান।

পাটের তৈরি পরিবেশবান্ধব পলিথিন বাজারে এলে এই ক্ষতিকর প্রচলিত পলিথিনের বিদায় ঘটবে বলে আশা করছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। মির্জা আজম বলেন, সারা বিশ্ব এখন পলিথিনের বিকল্প খুঁজছে। আমরা পাটের পরিবেশবান্ধব পলিথিন দিয়ে এ বাজার ধরতে পারব। বিশ্বে পাট পলিথিনের একমাত্র জোগানদাতা হবে বাংলাদেশ। আমাদের পরিকল্পনা আছে, সারা বিশ্বের পাটের পলিমার ব্যাগের বাজার দখল করার।

জানা গেছে, আশির দশক বাংলাদেশে পলিথিন ব্যাগের ব্যবহার শুরু। পলিথিনের অতি ব্যবহারের কারণে ১৯৯৮ সালের বন্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত পড়ে। ফলে পলিথিন নিষিদ্ধের দাবি জোরালো হয়। পরে ২০০২ সালে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করা হয়। ২০০৭ সাল পলিথিন নিয়ে নজরদারি শিথিল পড়লে আবার ব্যাপক হারে বাড়তে থাকে এর ব্যবহার। বর্তমানে বাজার সয়লাব আছে পলিথিনে। ব্যবহার শেষে এসব পলিথিন ফেলা হচ্ছে নালা-নর্দমা,যত্রতত্র। এতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ছাড়াও জনস্বাস্থ্যের জন্য হুমিকর সৃষ্টি হচ্ছে।

বিভিন্ন সময় পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পলিথিনের দূষণ ক্যান্সার ও ত্বকের বিভিন্ন রোগের সৃষ্টি করে। ডায়রিয়া ও আমাশয় রোগও ছড়াতে পারে। রঙিন পলিথিনে ব্যবহূত ক্যাডমিয়াম শিশুদের হাড়ের বদ্ধি বাধাগ্রস্ত করে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। পলিথিনের কাপে চা পান করলে আলসার ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অন্য দিকে, পলিথিনের প্রভাবে মাটির চারটি উপাদান সমভাবে মিশতে পারে না। ফলে উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। জীববৈচিত্র নষ্ট হয়। মাটিতে চাপাপড়া পলিথিন কৃষিজমির উর্বরা শক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর কারণে মাটির অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ঘটে না। মাটির নিচে পানি চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা জানান, পাটের তৈরি পলিথিন মাটিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না। এই ব্যাগ দামে সাশ্রয়ী হবে। এভাবে পাটের ব্যবহার বাড়লে ন্যায্য দাম পাবেন কৃষক। অতীতের মতোই পাট দিয়েই বিশ্বে সুপরিচিত হবে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি