সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শেষ বিকেলে বিবর্ণ বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: শততম টেস্ট হওয়ায় কলম্বো টেস্ট বাংলাদেশের কাছে বিশেষ কিছুই। এমন ম্যাচকে স্মরণীয় করে রাখার কথা বাংলাদেশের প্রায় সব ক্রিকেটার আগেই জানিয়ে রেখেছেন। সেই পথেই হাঁটছিলো বাংলাদেশ। বল হাতে দ্যুতি ছড়ানোর পর ব্যাট হাতেও লড়াকু বাংলাদেশের দেখাই মিলেছিলো। কিন্তু শেষ বিকেলে বিবর্ণই হয়ে ওঠলো বাংলাদেশের ইনিংস।

বল হাতে ভেল্কি দেখিয়ে কলম্বো টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিলেন মুস্তাফিজ, মিরাজ, সাকিবরা। দ্বিতীয় দিনটারও বেশিরভাগ সময়েও ছড়ি ঘোরায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় দিনের শেষটায় মিশে থাকলো একরাশ হতাশা। ৯৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করলো পাঁচ উইকেট হারিয়ে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৩৮ রানের জবাবে পাঁচ উইকেটে ২১৪ রান তুলে দ্বিতীয় দিন শেষে করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬০ ওভার ব্যাটিং করেছে। ৫৬ ওভার পর্যন্ত ছিলো দুই উইকেট। বাকি চার ওভারের মধ্যে তিন উইকেট হারিয়েছে সফরকারীরা।

দলের এমন দুঃসময়ে ব্যাটিংয়ে নেমে অবিবেচক, অস্থিরমতির পরিচয় দিয়েছেন সাকিব আল হাসান। খেলেছেন পুরো টি-টোয়েন্টি স্টাইলে। ৮ বলে তিন চারে ১৮ রান করে অপরাজিত আছেন তিনি। তবে ফিরতে পারতেন ব্যাটিংয়ে নামার কিছুক্ষণ পরই। কিন্তু তার তোলা দুটি ক্যাচ নিতে পারেনি শ্রীলঙ্কা। দ্রুত তিন উইকেট যাওয়ার পর ব্যাটিংয়ে নামতে হয় অধিনায়ক মুশফিকুর রহিমকে। তিনি ২ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনশেষে শ্রীলঙ্কার চেয়ে ১২৪ রানে পিছিয়ে আছে মুশফিকবাহিনী।

অথচ কি দারুণ শুরুটাই না করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে যেন নির্ভরতার প্রতীকই হয়ে উঠেছেন তামিম-সৌম্য জুটি। গল টেস্টের দুই ইনিংসেই দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন এই দুই ওপেনার। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও একই ছন্দে ব্যাটিং করেছেন তারা। এদিনও ৯৫ রানের জুটি গড়েন তামিম-সৌম্য।

কলম্বোর পি সারা ওভালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরুই করেন তামিম ও সৌম্য। সাবলীলভাবে ব্যাট চালিয়েই দলের স্কোরকার্ডে যোগ করে ফেলেন ৫০ রান। দলীয় ১০০ রানও তখন পূরণ হওয়ার পথে। এমন সময় লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ৪৯ রান করা তামিম।

তামিমকে হারানোর চাপ খুব একটা পড়েনি বাংলাদেশের ইনিংসে। ইমরুল কায়েসকে নিয়ে এগোতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার। কিন্তু সৌম্য নিজের ইনিংস বেশি লম্বা করতে পারেননি। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেয়া এই বাংলাদেশ ওপেনার ৬১ রান করে থামেন।

ভালোই ব্যাট করছিলেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। কিন্তু ইনিংসের ৫৭তম ওভার আসতেই সব এলোমেলো। লাক্সান সান্দাকানের শিকার ৩৪ রান করা ইমরুল কায়েস। নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলামও সান্দাকানের পরের বলে শিকার। পরের ওভারে খেই হারালেন ৪২ রান করা সাব্বিরও। টানা তিন উইকেট হারিয়ে শেষপর্যন্ত রাজ্যের হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি