রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিআরবে অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে সুখবর।


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন নাইফ আল সৌদ। সৌদিতে অবস্থানরত অবৈধ শ্রমিকদের জন্য আগামি ২৯/০৩/২০১৭ইং বা- হি:১৪৩৮/০৭/০১ থেকে অবৈধদের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। ওমরাহ, হজ, ট্রানজিট ভিসায় সৌদি আরব এসেছেন অথবা কাজের জন্য সৌদি আরব এসে বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন, তাদেরকে কোন ধরনের জেল জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার।

রবিবার সন্ধ্যায় সৌদি ক্রাউন প্রিন্সের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে যারা ওমরাহ, হজ অথবা ট্রানজিট ভিসায় সৌদি আরবে এসে আর ফেরত যাননি তারা আগামী ২৯মার্চ থেকে শুধুমাত্র এয়ারলাইন্সের টিকিট কেটে বিমান বন্দরে গেলেই দেশে ফেরত যেতে পারবেন। আর যারা কাজের জন্য সৌদি আরব এসে বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন তারা তারহিলের (ডিপোটেশন সেন্টার) মাধ্যমে দেশে ফেরত যেতে পারবেন।

রবিবার সন্ধ্যায় এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কথা হয় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান মো. নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, স্থানীয় পত্রিকা মারফত আমরাও বিষয়টি জেনেছি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমরা জানাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি