রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে অবৈধদের ৯০ দিনে দেশ ছাড়ার আইন; না মানলে জরিমানা ও শাস্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নতুন আইন জারি করেছেন সৌদি যুবরাজ ও উপ প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন নায়েফ। সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী নাগরিক ও শ্রমিকদের ৯০ দিনের মধ্যে সৌদি ছেড়ে নিজ দেশে ফিরে না গেলে জরিমানা ও শাস্তির বিধান জারি করেছেন তিনি।

এছাড়াও নতুন করে ওয়ার্ক পারমিট করতেও ৯০ দিনের সময় দিয়েছেন যুবরাজ। সৌদি সরকার প্রকাশিত এক গেজেটে বলা হয়েছে, রোববার সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ ‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচির উদ্বোধন করেন। সৌদিতে এসে যেসব বিদেশি নাগরিক অবৈধ হয়ে পড়েছে তাদের জন্য ৯০ দিনের এই কর্মসূচি ঘোষণা দেন যুবরাজ।

গেজেটে আরো বলা হয়, যুবরাজ নায়েফ অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়াই অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদি আরবে অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে আগামী ২৯ মার্চ থেকে ৯০ দিনের জন্য সাধারণ ক্ষমাও প্রযোজ্য করেছেন।

যারা এই সুযোগ গ্রহণ করবে তাদের সঠিকভাবে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়ো হবে। তারা পূনরায় বৈধভাবে সৌদিতে আসতে পারবেন ও বসবাস করতে পারবেন।

তবে কেউ যদি অনুমতি ছাড়া অবৈধভাবে থেকে যান তাদের সনাক্ত করে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে তারা যাতে আর কখনো সৌদিতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে তাদের আঙ্গুলের ছাপ রেখে ব্যবস্থা নেয়া হবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল জানান, যদি ৯০ দিনের কর্মসূচির পর কোনো অবৈধ নাগরিক বা শ্রমিককে সনাক্ত করে পাওয়া যায় তাকে শাস্তির পাশাপাশি সাজা ভোগ করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি