শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজয়নগরে সাংবাদিকের ওপর হামলায় ৫ জনের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসএ টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত অভিযুক্ত প্রত্যেক আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকার বাচ্চু মিয়া, লিটন মিয়া, কাসেম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া এলাকার মো. জুনায়েদ ও পৈরতলার জসিম মিয়া। এর মধ্যে বাচ্চু মিয়া ও জসিম মিয়া জেল হাজতে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

এছাড়া অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার বাদী ও এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ জাগো নিউজকে জানান, মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি বিজয়নগরের মিরাসানী এলাকায় গেলে এসএ টিভির ‘খোঁজ’ টিমের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী বাচ্চুসহ কয়েকজনের নামে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি