রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিসিএসে পরিবর্তন আসছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা স্টাডি ডেস্ক:

বিসিএস লিখিত পরীক্ষায় বেশকিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩৮তম বিসিএস পরীক্ষা থেকে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধবিষয়ক প্রশ্ন প্রণয়ন করা হবে। আগে মুক্তিযুদ্ধ বিষয়ে বিসিএস পরীক্ষায় নির্দিষ্ট নম্বরের প্রশ্ন ছিল না। একই সঙ্গে বাংলা ভাষার বিকল্প হিসেবে ইংরেজি ভার্সনের প্রশ্নে পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর কমানোর বিষয়ে ভাবছে কমিশন। আগামী এপ্রিল মাসের শেষে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আগামী বিসিএস পরীক্ষায় ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয় প্রশ্ন রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর ফলে চাকরি প্রার্থীদের মহান মুক্তিযুদ্ধ বিষয়ে ব্যাপক ধারণা তৈরিতে সহায়ক হবে।

বর্তমানে বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন হয়। ২শ’ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশ নেন চাকরি প্রার্থীরা। আর লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি ছাড়া অন্য বিষয়গুলোর প্রশ্ন শুধু বাংলামাধ্যমে প্রণয়ন করা হয়। প্রার্থীরা বাংলা ও ইংরেজি বিষয়ের লিখিত পরীক্ষা নিজ ভাষায় দিয়ে বাকি বিষয়গুলোর প্রশ্ন সুবিধামতো ভাষায় উত্তর করতে পারেন। তবে ইংরেজিতে শুরু করলে ইংরেজি ও বাংলায় শুরু করলে বাংলায় উত্তর শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ৩৮তম বিসিএসে (লিখিত) ইংরেজি ভার্সনে পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রথমদিকে বাংলাদেশ বিষয়াবলিতে ১০০ নম্বরের মুক্তিযুদ্ধবিষয়ক প্রশ্ন রাখার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত কমিশনের এ-সংক্রান্ত সাবকমিটি ৫০ নম্বর প্রশ্ন রাখার পক্ষে সুপারিশ করে। এর ভিত্তিতে বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বর রাখার পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৯শ’ নম্বরের পরিবর্তে ৫শ’ নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে।

এ ছাড়াও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে প্রশ্ন প্রণয়ন করা হবে। এতে ইংরেজি ভার্সন ও ইংরেজিমাধ্যম থেকে আসা শিক্ষার্থীরা আগামীতে পরীক্ষা দিতে পারবেন ইংরেজি ভাষাতেই। ৯শ’ নম্বরের বাইরে উভয় ক্যাডারের জন্য বিষয়ভিত্তিক ২শ’ নম্বরের পরীক্ষা বাদ দেয়ার উপায় খুঁজছে কমিশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি