শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযুদ্ধে নির্যাতিতদের পাশে কখনো থাকে না বিএনপি-জামায়াত: শেখ হাসিনা


মুক্তিযুদ্ধে নির্যাতিতদের পাশে কখনো থাকে না বিএনপি-জামায়াত: শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন না করায় বিএনপি-জামায়াতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে প্রমান হয়েছে, তারা এখনও আলবদর, আল শামসদের সঙ্গেই আছে। যারা মুক্তিযুদ্ধে শোষণ ও নির্যাতনের শিকার হয়েছিল, তাদের পাশে নেই তারা।’

২৭ মার্জ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গণহত্যা দিবস পালন করে না, যারা খুনিদের ক্ষমতায় বসায় তারা এদেশের মানুষের মঙ্গল কামনা করে না, এটা মনে রাখতে হবে।’

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পর ২১ বছর তারা মিথ্যা বয়ান গেয়ে গেছে।’

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের অবসান হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেটা উচ্চ আদালতই সমাধান করে দিয়েছে। রায় যারা মানে না, তাদের উদ্দেশ্যটা কী।’

তিনি বলেন, ‘আজকে প্রযুক্তির যুগে সঠিক বিষয়টি জানা যায়। আন্তর্জাতিক টেলিভিশনের আর্কাইভে গিয়ে তথ্য সংগ্রহেরও সুযোগ আছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘তারা ক্ষুধার্ত মানুষকে দেখিয়ে নিজেদের ভাগ্য তৈরি করেছে। বিলাস ব্যাসনে টাকার কথা চিন্তা করেছে। দরিদ্র, খেট খাওয়া ভূমিহীন মানুষের কথা চিন্তা করবার ক্ষমতা তাদের ছিল না।’

আওয়ামী লীগ নিজের নয় বরং জনগণের ভাগ্য গড়তে ক্ষমতায় আসে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শাসক নয়, সেবক হতে এসেছি। সেবক হিসেবেই কাজ করে যাচ্ছি, কারণ পিতার কাছে সেটাই শিখেছি। তার যে স্বপ্ন ছিল- বাংলাদেশের মানুষ ক্ষুধার হাত থেকে মুক্তি পাবে, শিক্ষা পাবে, সেসব কথা সবসময় বলতেন।’

বাংলাদেশের উর্বর মাটিতে ফসলের সঙ্গে আগাছাও জন্মায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ঘরের শত্রু বিভীষণরাই সমস্যা। জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তাদের মনবেদনা হচ্ছে। যখন আমরা দেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে সবধরনের ব্যবস্থা নিচ্ছি, যখন দেশটা এগিয়ে যায়, তখনই যেন অন্তর্জ্বালা শুরু হয় তাদের।’

পূর্বাশা নিউজ/রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি