রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার নগরের পিতা,মাতা কে হবেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লাবাসী সহ, সারা দেশের মানুষের দৃষ্টি এখন কুমিল্লা সিটি নির্বাচনের প্রতি। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লা। উৎসবের আমেজ থাকলেও নির্বাচন কমিশনের বিধি-নিষেধের কারণে সাধারণ মানুষ কিছুটা নাখোশ। কিন্তু সভা-সমাবেশের বিকল্প হিসেবে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন। জনসংযোগ করছেন। আর এসব জনসংযোগে প্রার্থীর সঙ্গে দুই দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারাও শামিল হচ্ছেন। দুই দলের নেতারাই ঢাকা থেকে দল বেঁধে এসেছেন। তবে আওয়ামী লীগের পাল্লাই ভারী।

মঙ্গলবার রাতে অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আইভীর সাথে কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার অনেক মিল আছে। সীমা কুমিল্লার পরিচিত মানুষ সে দুইবার এর কাউন্সিলর,একবার ভাইস চেয়ারম্যান ও পেন্যাল মেয়র ছিলেন।

অসীম কুমার উকিল আরো বলেন, বিএনপির অভিযোগ, কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ১৭ জন প্রিসাইডিং কর্মকর্তার বিষয়ে আপত্তি রয়েছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করেছেন। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি