শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেড়েই চলেছে চালের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাজারগুলোতে নতুন মৌসুমের চাল ও পুরোনো চালের সরবরাহ ভালো থাকলেও পাইকারি ও খুচরা পর্যায়ে রাজধানীর সকল বাজারে সব ধরনের চালের দাম বেড়েই চলেছে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর বাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট বাজার, হাতিরপুল বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে ও খোঁজ নিয়ে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল, মিনিকেট, বিআর আটাশসহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। সে হিসেবে প্রায় সব চালের দাম বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।

চলতি সপ্তাহে বাজারে মিনিকেট চাল মানভেদে কেজিপ্রতি ৫৩ থেকে ৫৬ টাকা, বিআর আটাশ ৪৪ থেকে ৪৬ টাকা, নাজিরশাইল ৪৭ থেকে ৫০, পাইজাম ৪৫ থেকে ৪৭, মোটা চাল ৩৯ থেকে ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পোলাও চাল আগের মতই মানভেদে কেজিপ্রতি ৮৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এবং বিভিন্ন কোম্পানির প্যাকেট পোলাও চালের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বেশি মুনাফার আশায় দোকানিরা চালের দাম বাড়িয়েছেন। তবে বিক্রেতারা ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ। তাদের উল্টো অভিযোগ মিল মালিকদের উপর। এ বিষয়ে মোহাম্মদপুর বাজারের চাল বিক্রেতা আনিস বলেন, ‘মিল মালিকদের অবৈধ মজুদের কারণে দাম বেড়েছে চালের। আমরা বাড়াইনি। বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি আমরা। দাম কেন বাড়তি জানতে হলে তাদের (মিল মালিক) ধরেন, সব পাইয়া যাবেন।’

বাবুবাজারের শিল্পী রাইস এজেন্সির মালিক কাউসার হোসাইন বলেন, ‘অন্যান্য দ্রব্যের মতো চালের দামের ব্যাপারেও সরকারের নজরদারি করা উচিৎ। যেসব মিলার কারসাজি করে মোটা অংকের টাকা চালের বাজার থেকে হাতিয়ে নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে চালের দাম আরো বাড়বে।’

বাজার সংশ্লিষ্টরা বলছেন, চালের বাজারে কোনো সংকট না থাকলেও নিয়মিত দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। দাম বাড়াতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।

বাজার সংশ্লিষ্টরা আলো বলেন, বর্তমানে দেশে উৎপাদিত চালেই দেশের চাহিদা পূরণ হচ্ছে। এই সময়টাতে চালের দাম বাড়ার কোনো প্রশ্নই আসে না। বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে উত্তরবঙ্গের চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট সব ভেঙে দিতে হবে। বর্তমানে তারাই চালের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়াচ্ছে। সরকারি পর্যায়ে বাজার মনিটরিং শুরু হলে চালসহ সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক দশকে পাঁচ ধরনের চালের বাজার বিশ্লেষণে দেখা গেছে, সব ধরনের চালের দাম ১০ বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। ক্যাবের ওই পরিসংখ্যানে দেখা গেছে, মিনিকেট চালের দাম ২০০৬ সালে ছিল প্রতি কেজি ২৭ দশমিক ৯৫ টাকা। ২০১৬ সালে ওই চালের দাম হয় ৪৮ দশমিক ৩৪ টাকা। ২০০৬ সালে নাজিরশাইলের দাম ছিল ২৫ দশমিক ৫৪ টাকা। ২০১৬ সালে ওই চালের দাম হয় ৫৫ দশমিক ৭৮ টাকা। ২০০৬ সালে পাইজাম চালের দাম ছিল ২৩ টাকা। ২০১৬ সালে ওই চালের দাম দাঁড়ায় ৪০ দশমিক ৩৭ টাকা। ২০০৬ সালে পারিজা/স্বর্ণার দাম ছিল ১৯ দশমিক ২৫ টাকা। গত বছর ওই চালের দাম ছিল ৩৭ দশমিক ১৯ টাকা। ২০০৬ সালে বিআর ১১/৮ এর দাম ছিল ১৮ দশমিক ২৫ টাকা। গত বছর ওই চালের দাম দাঁড়ায় ৩৫ দশমিক ৪১ টাকা।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি