সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার বাজারে ২০০ টাকার নোট আসতে চলেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত বছর নভেম্বর মাসের ৮ তারিখ নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নোট বন্দির পর ধেতে বাজারে এসেছে ২০০০ এবং ৫০০ টাকার নতুন নোট। এবার ২০০ টাকার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সূত্রের খবর, মার্চ মাসে আরবি আই বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারের তরফ থেকে অনুমতি মিললেই জুন মাসের পর থেকে নতুন নোট ছাপার কাজ শুরু করা হতে চলেছে ।

২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। নতুন ১০০০ টাকার নোট নিয়ে জল্পনা দেখা দিলেও সম্প্রতি কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই বাজারে আসছে না ১০০০ টাকার নোট । এবার খুচরোর সমস্যা সমাধানের জন্য নতুন ২০০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

জানা গেছে যে, নোটগুলিতে থাকবে নতুন সিকিউরিটি ফিচার। সহজে জাল করা যাবে না ২০০ টাকার নোট বলেও দাবি করা হয়েছে। এর কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল প্রত্যেক তিন থেকে চার বছর অন্তর বিশেষ সুরক্ষা চিহ্ন বদলের কথা ভাবা হচ্ছে । ৮ নভেম্বর ২০১৬ সালে কালো টাকা দূর করতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু নোট বাতিলের পরবর্তী সময়েও দেশ থেকে জাল নোটের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব হয়নি। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলি এত নিখুঁতভাবে জাল করা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে তা যাচাই করা প্রায় অসম্ভব । সীমান্ত ধরে ভিনদেশ থেকে ভারতে নোট পাচার হওয়ারও অভিযোগ উঠেছে। জাল নোট রুখতেই নিরাপত্তা বৈশিষ্টে পরিবর্তন আনার কথা ভাবা হয়।

কিন্তু মনে করা হচ্ছে এর জেরে বাজারে ফের নোটের সমস্যা দেখা যেতে পারে। তাই নতুন ২০০ টাকার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বাশানিউজ/০৪-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি