শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকের জন্য ৫ম শ্রেণির স্কুলছাত্রের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসক্ত হয়ে পড়ালেখায় মনোযোগ নেই। বিদ্যালয় ফাঁকি দিয়েও ফেসবুক ব্যবহারে মগ্ন থাকা হয়। এজন্য বাবা কয়েকবার নিষেধও করেছেন। তাতেও ছেলেকে ফেরানো যাচ্ছে না। ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়েই তিনি ছেলেকে বকা দিয়েছে। আর এতেই অভিমান করে ফাঁস লাগিয়ে স্কুলছাত্র ইয়াছিন হোসেন (১২) আত্মহত্যা করে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া উত্তর কেরোয়া গ্রামের মাঝি বাড়িতে। ইয়াছিন কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং একই এলাকার কৃষক আবদুল মান্নানের ছেলে।

কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমি স্কুলছাত্রের বাড়িতে গিয়েছি। ছেলেটি বিদ্যালয় না গিয়ে ফেসবুক ব্যবহার করায় তার বাবা বকুনি দিয়েছে। এজন্য সে অভিমান করে আত্মহত্যা করেছে। ফেসবুক ব্যহার না করতে কয়েকবার নিষেধ করলেও সে শুনেনি বলেও পরিবারের লোকজন আমাকে জানিয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। এ বিষয়ে কারো অভিযোগ না থাকায় মানবিক কারণে মরদেহটি দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

04 Apr, 2017/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি