শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মানসিক সমস্যা নিউরোসিস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিউরোসিস বা পরিজ্ঞানসম্পন্ন মানসিক রোগগুলো কিছু মানসিক রোগের সমন্বিত নাম। এই রোগে আক্রান্তদের নিউরোটিক বলা হয়ে থাকে। এই রোগের গুরুতর উপসর্গ থাকে না, ব্যক্তিত্ব তুলনামূলক অক্ষত থাকে। এবং বাস্তবতা বোধ থেকে বিচ্ছিন্ন হয় না। প্রকৃতপক্ষে নিউরোসিসকে মানসিক চাপের মুখে রোগীর প্রতিক্রিয়ার অস্বাভাবিক প্রকাশ হিসেবে গণ্য করা যায়। লিখেছেন ডা: মৌসুমী রিদওয়ান

মানসিক বিশৃঙ্খলার জন্য কতগুলো মানসিক বিকৃতি হতে পারে; একসঙ্গে তাকে বলা হয় নিউরোসিস। এর আন্তর্জাতিক শ্রেণিবিভাগ :
• নিউরাস্থেনিয়া
• অবসেশনাল নিউরোসিস
• হিস্টিরিয়া

নিউরাস্থেনিয়া
এ রোগ স্নায়ুতন্ত্রের অতিরিক্ত কাজের ফল। রোগী কখনো অধিক উত্তেজিত, কখনো বা অবসাদগ্রস্ত হয়। সুতরাং স্বভাব খিটখিটে, কখনো অল্পতেই ক্লান্ত এবং চোখে পানি আসা উপসর্গ দেখা দেয়। এতে রোগী আবেগ দমন করতে ও কোনো কিছুর জন্য অপেক্ষা করতে বা সাধারণ শব্দ ও আলো সহ্য করতে অসমর্থ হয়; দরজা বন্ধ করার শব্দে, কারো পায়ের শব্দে, উষ্ণ ও শীতল স্পর্শে রোগী উত্তেজিত হয়ে পড়ে।
ঘুমের ব্যাঘাতের জন্য এদের সহজে ঘুম আসে না। পুরনো ঘটনা, দিনের অপ্রয়োজনীয় ঘটনাতে রোগীর মন ভরে থাকে। ঘুম এলেও অতি অল্প শব্দতেই তা ভেঙে যায় এবং সে জেগে থাকে। ঘুম শুধু হালকাই নয়, স্বপ্নপূরণ হয় এবং ঘুমের প্রফুল্লতা ও কাজকর্মে দক্ষতা আসে না। রোগী সারা দিন ক্লান্ত নিদ্রালু থাকে।
স্নায়ুতন্ত্র পরীক্ষাতে দেখা যায়, রোগীর টেন্ডন ও মিউক্যাল মেমব্রেনজাত রিফ্রেকশনগুলো বেশি প্রবল।
• রোগীর আঙুল কাঁপে
• স্কন্ধ ও মুখের ত্বকে লাল দাগ
• হাত-পা ও শরীরের অন্য অংশ থেকে ঘাম বেশি হয়
• রোগীর নাড়ি দ্রুত হয়
• রোগী শরীরের বিভিন্ন অংশে অসুবিধা বা রোগের কথা বলে
• রোগীর বুক চেপে আসে
• পেটে অস্বস্তি লাগে বা ব্যথা করে
• মাথাব্যথা
• মাথা ঘোরে
• অনেক সময় ক্লান্তির সঙ্গে অধিক স্নায়ু উত্তেজনা মিশ্রিত থাকে
• অস্থিরতা দেখা দেয়
• রোগীর মনোযোগের অভাবের জন্য কাজ-কর্মে দক্ষতার অভাব দেখা দেয়
• রোগীর নিজের কাজের প্রতি, পড়ালেখার প্রতি মনোযোগ থাকে না।
• রোগীর মন সহজেই অন্য দিকে চলে যায় বলে সে যা পড়ে; তা মনে থাকে না
• রোগীর মনে হয়, সে তার স্মৃতিশক্তি হারিয়েছে
• আবেগের গোলমাল দেখা দেয়
• কথাবার্তা চলাকালীন তার ব্যক্তিগত বা সামাজিক জীবনের ঘটনাগুলো সময়পঞ্জী অনুসারে বা তার পরিচিতদের নাম বলতে তার খুবই অসুবিধা হয়
• কার্যক্ষমতা হ্রাস হয়
• যৌনক্ষমতা হ্রাস হয়
• অবসাদ দেখা দেয়
• উদ্বেগের জন্য সে আরোগ্য লাভ সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে

শিশুদের প্রতি মা-বাবার অতিরিক্ত চাপ, যেমন- লেখাপড়ার ব্যাপারে, নাচ-গান শেখার ব্যাপারে, ভাষা শেখার ব্যাপারে, খেলাধুলা না করার ব্যাপারে, উপরন্তু স্কুলের পড়ার জন্য শিশুদেরও নিউরাস্থেনিয়া হতে পারে। শিশুদের ক্ষেত্রে এর লক্ষণ হলো :
• অনবরত অনিদ্রা
• আবেগের অস্থিরতা
• মুখ ভার করে থাকা
• শরীরের ওজন হ্রাস পাওয়া
• ক্ষুধা কমে যাওয়া
• অনেক সময় বুক ধড়ফড় করা
• পরিবার ও স্কুলের পরিবেশ, যা শিশুর মনের উপর চাপ দেয়, অন্যান্য কাজ, অল্প নাম্বার পাওয়ার জন্য শাস্তি, শিক্ষক বা স্কুলের অন্য শিশুদের সাথে কলহ ইত্যাদি এই রোগ নিশ্চিতভাবে বৃদ্ধি করে
• অতিরিক্ত ঘাম
• মাঝে মাঝে অজ্ঞান হওয়া
• তোতলামি
• হাত-পা খিঁচুনি ইত্যাদি হতে পারে শিশুর। শিশুর এই খিঁচুনি বেশির ভাগ আসে ছয়-সাত বছর বয়সে এবং কৈশোরের প্রারম্ভে বা ১১-১৩ বছর বয়সে
এসব অবস্থা দেখা দিলে একজন মানসিক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। এতে করে শুরুতেই রোগের প্রচণ্ডতা কমানোর ব্যবস্থা সহজ হবে।
প্রত্যেক মা-বাবারই উচিত সন্তানকে সঠিকভাবে লেখাপড়া করানো, কিন্তু তাই বলে শিশুর কাঁধে বেশি চাপ প্রয়োগ করা যাবে না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
নিউরোসিস যে কারোরই যেকোনো সময় হতে পারে, তবে সুখের কথা হলো- এর চিকিৎসা রয়েছে, শুধু দরকার রোগ-সচেতনতা।

 

পূর্বাশানিউজ/০৪-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি