শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যে কোনো উপায় পুলিশের ওপর হামলা করতে চায় জঙ্গিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বর্তমান নব্য জঙ্গিদের মূল টার্গেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওপর হামলা করা। তাদের মাঠ পর্যায়ে সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া আছে যে, যে কোনো উপায়ে পুলিশ বাহিনীর ওপর হামলা চালাতে হবে। বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত জঙ্গিদের জিজ্ঞসাবাদে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

তিনি আরও জানান, গত ৭ই মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় একটি বাস থামায় পুলিশ। সাধারণত মহাসড়কে পুলিশ যেভাবে তল্লাশি পরিচালনা করে এটি ছিল তার একটি অংশ। কিন্তু বাস থামানোর সাথে সাথেই দু’জন তরুণ আকস্মিকভাবে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তরুণরা পালিয়ে যেতে চাইলে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের সূত্র ধরে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অভিযান চলে। কুমিল্লার সে ঘটনা ছিল জঙ্গি-বিরোধী অভিযানের একটি টার্নিং পয়েন্ট বা মোড় ঘুরানোর মত বিষয়।

তিনি আরও বলেন, ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের পর থেকে জঙ্গিদের অভ্যন্তরীণ যোগাযোগের নেটওয়ার্কগুলো চিহ্নিত করার চেষ্টা শুরু হয়। তিনি বলেন, আমরা ভাগ্যবান ছিলাম যে কুমিল্লায় হঠাৎ করে দুই জঙ্গি বাসে বোমা নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়।

এদিকে কর্মকর্তারা বলছেন, গুলশানের হলি আর্টিজানে হামলার পর ঢাকা ও তার আশপাশের এলাকায় পুলিশের জঙ্গি-বিরোধী অভিযান জোরদার হয়। ফলে সন্দেহভাজনরা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।

গত তিন সপ্তাহে সীতাকু-, সিলেটের আতিয়া মহল এবং মৌলভীবাজারের দু’টি বাড়িতে ‘জঙ্গি বিরোধী অভিযানে’ ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে পুলিশ দাবি করছে। তাদের সাথে আরো পাঁচ শিশুও নিহত হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তিনজন সদস্যও নিহত হয়েছেন যাদের মধ্যে র‌্যাবের গোয়েন্দা প্রধানও আছেন।

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান মনে করেন, এসব ‘জঙ্গি আস্তানা’ চিহ্নিত করা সম্ভব না হলে দেশে বড় ধরনের বিপদ হতে পারতো।

মি: আহসান বলেন, আমাদের যে বিগত কয়েকটি অভিযান হলো, সেগুলোর সাকসেস (সফলতা) জনগণ বিচার বিশ্লেষণ করবে। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি। তারা কতটা ভয়ংকর-বিধ্বংসী বিস্ফোরক নিয়ে সেখানে অবস্থান করছিল সেটা সবাই দেখেছে।

সীতাকু- অভিযানের পরে ঢাকায় র‌্যাব ক্যাম্পের ভেতর এবং বিমানবন্দরে পুলিশ চেকপোস্টের সামনে বিস্ফোরণে দু’জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে নিহতরা বোমা বহন করছিল। যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেখানে জীবিত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, পালাবার পথ খুঁজে না পেয়ে জঙ্গিরা আত্মহননের পথ বেছে নিয়েছে।

পূর্বাশানিউজ/০৪-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি