রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » অনিয়ম-দুর্নীতির কারণে এইচএসসি পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থী বসতে পারেনি।


অনিয়ম-দুর্নীতির কারণে এইচএসসি পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থী বসতে পারেনি।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সব প্রস্তুতি শেষ করেও এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি উত্তরার সানরাইজ কলেজের ৬২ শিক্ষার্থীর। অভিযোগ উঠেছে, বেশি টাকা নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় এক অভিভাবকের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার গ্রেপ্তার হন কলেজ অধ্যক্ষসহ তিনজন। বন্ধ হয়ে গেছে কলেজের কার্যক্রম।

এইচএসসি পরীক্ষারা পুরো প্রস্তুতি ছিলো মাসুদ রানার। কলেজ কর্তৃপক্ষে নিশ্চয়তা সাপেক্ষে তিনি নির্ভার ছিলেন। কিন্তু শেষ মুহূর্তেও মেলেনি হলে ঢোকার পাস। রানার মতো একই অবস্থার শিকার অন্তত ৬২ শিক্ষার্থীর। পরীক্ষায় অংশ নেয়ার নিশ্চয়তা দিয়ে এদের প্রত্যেকের কাছ থেকে নেয়া হয় দেড় থেকে দুই লাখ টাকা করে।

প্রবেশপত্র না পাওয়া আরেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানও শঙ্কিত ছেলের ভবিষৎ নিয়ে।

অভিযোগ আছে, অন্য প্রতিষ্ঠানের টেষ্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসিতে অংশ নেয়ার নিশ্চয়তা দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয় সানরাইজ কলেজ কর্তৃপক্ষ। গত বছরও এই ধরনের প্রতারণার অভিযোগ উঠে উত্তরার আরো একটি কলেজের বিরুদ্ধে।

পূর্বাশানিউজ/০৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি