শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ চুক্তি নয় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন ৭ এপ্রিল। সফরকালে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রতিরক্ষা চুক্তি করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের কাছে এই সংক্রান্ত একটি খসড়াও দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ এখনও সামরিক চুক্তি করতে রাজি হয়নি। বাংলাদেশ সরাসরি চুক্তি নয় আগে চায় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে। পরে চুক্তি করবে। তবে এটা কখন করা হবে এই ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। যদিও ভারত আশা করছে প্রধানমন্ত্রীর সাত বছরের পরের এই সফরেই সামরিক চুক্তি হবে। সমঝোতার ভিত্তিতেই হবে।

বিশ্বস্ত সূত্রে জানায়, ভারতীয় সেনাপ্রধানের তিনদিনের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ স্পস্ট করে দিয়েছে আসলে বাংলাদেশ এখন কি চাইছে। কারণ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় সেনাপ্রধান দেখা করার পর রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় আরও বাড়বে। এর মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং বাড়বে। ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের সেনাবাহিনী প্রধান।

দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ে সফর বিনিময় উভয় দেশের সেনাবাহিনীর পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও তিনি দুই দেশের সেনাবাহিনী মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান। তাদের সঙ্গে সাক্ষাতের সময়েও সহযোগিতার বিষয়েও কথা হয়েছে। প্রযুক্তি, প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার বিষয়টিও গুরত্ব দেওয়া হয়েছে।

যদিও ভারতীয় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় এটাই চেয়েছেন যাতে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে কেউ ব্যবহার করতে না পারে। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বাড়ছে। চীন ও রাশিয়া থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। চীন বাংলাদেশকে ভারতের বিপক্ষে প্রয়োজন হলে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা ভারতের রয়েছে। সেই আশঙ্কা থেকে ভারতও চায় বাংলাদেশে তার সামরিক শক্তি বাড়াতে। এই জন্য প্রয়োজনে বাংলাদেশকে ভারত সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ দিবে। যাতে বাংলাদেশ ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র, সরঞ্জামাদি ও ট্রাক কিনে। বাংলাদেশ এখনও ভারত থেকে সামরিক অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহী নয়।

বিশ্বস্ত সূত্রে জানায়, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হুট করে করা ঠিক হবে না। কোন দেশের সঙ্গে এখনও এই চুক্তি নেই। আপাতত বাংলাদেশের করারও প্রয়োজন নেই। বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক বাজায় রাখতে চায়। যুদ্ধ চায় না।

সূত্রে জানায়, ভারত যে চুক্তি করতে চায়, সেখানে এমন একটি ক্লজ থাকতে পারে যে , ভারতীয় সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরা প্রয়োজন হলে বাংলাদেশে আসতে পারবে ও অভিযান পরিচালনা করতে পারবে। সেটা হলে সেটা ভাল হবে না। কারণ এতে করে আমাদের সেনা, নৌ, বিমান বহিনীর জন্য ইতিবাচক হবে না। বাংলাদেশে যে অবস্থা রয়েছে তাতে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা ও সমুন্নত রাখার জন্য সরকার তিন বাহিনীকে আধুনিকায়ন করছে। আরও প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ২০২১ সালের মধ্যে তার বেশিরভাগ হয়ে যাবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে পুরোপুরি আধুনিকায়ন করাও সম্ভব হবে। এই কারণে বাংলাদেশ অস্ত্র কেনার জন্য প্রাধান্য দিচ্ছে চীন ও রাশিয়াকে। যদিও ভারতের তরফ থেকে চাপ রয়েছে বাংলাদেশ অস্ত্র কেনানো ও সামরিক বাহিনীর কাজে ব্যবহার হয় এমন সরঞ্জামদি কেনানোর। এছাড়াও ভারত চাইছে বাংলাদেশে এখন সন্ত্রাস ও জঙ্গিবাদের যে অবস্থা তা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারছে না। আগামী দিনে সন্ত্রাস ও জঙ্গিবাদ এমন অবস্থায় যেতে পারে যা বাংলাদেশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আর সেই জন্য ভারতীয় সামরিক বাহিনীর সহায়তাও দিতে চায়। সেই জন্য চুক্তি প্রয়োজন। বিশেষ করে ভারতের জন্য চীন একটি আতঙ্ক।

সূত্রে জানায়, ভারত চায় বাংলাদেশের মাটি যাতে কোন সন্ত্রাসী গ্রুপ, জঙ্গি গ্রুপ কিংবা অন্য কোন দেশ ভারতের বিপক্ষে ব্যবহার করতে না পারে। আর যদি কেউ করতে চায় তাহলে বাংলাদেশ যাতে প্রশ্রয় না দেয় ও সহায়তা না করে। সেই সঙ্গে অন্য কোন দেশ বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইলে যাতে করে ভারতীয় সামরিক বাহিনী তাদেরকে প্রতিহত করার জন্য সহায়তা করতে পারে। সেই জন্য ভারতীয় সামিরক বাহিনী বাংলাদেশে অবাধে আসতে পারে।

সূত্রে জানায়, এমন চুক্তি হলে তা হবে আতœঘাতী। কারণ ভারতীয় সেনাবাহনী কেন বিশ্বের কোন সেনাবাহিনীকেই বাংলাদেশে অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য সহায়তা করা যাবে না। কেবল কখনও প্রাকৃতিক দূযোর্গ হলে সেই সময়ে যদি বাংলাদেশকে কোন দেশের সামরিক বাহিনী সহায়তা করতে চায় তাহলে সেটা নেওয়া সম্ভব। এর আগে সিডর ও আইলার সময়ে মার্কিন সেনাবাহিনী বাংলাদেশকে সহায়তা করেছে। বাংলাদেশ সেই সহায়তা নিয়েছে।

সূত্রে জানায়, ভারতের সঙ্গে এখন বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বেশ কয়েকটি বিষয়ে কর্মকান্ড রয়েছে। এই জন্য প্রতি বছর একটি রূপরেখাও তৈরি করা হয়। সেই হিসাবে একটি বছরের কাজ চলে।

সূত্রে জানায়, ভারতের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর একাধিক বিষয়ে কাজ চলছে। এরমধ্যে সবচেয়ে বড় অংশ জুরে রয়েছে প্রশিক্ষণ। ভারতের সেনাবাহিনী ও অন্যান্য সামরিক বাহিনীর সদস্যরা ও কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন সামরিক স্কুলে ও ইন্সটিটিউটে, কলেজে প্রশিক্ষণ নিতে আসে। তারা এখানে প্রশিক্ষণ নেয়। আবার বাংলাদেশ থেকেও সেনাবাহিনী ও অন্যান্য সামরিক বাহিনীর সদস্যরা ও কর্মকর্তারা ভারতের বিভিন্ন সামরিক বাহিনীর স্কুল, কলেহজ ও ইন্সটিটিউটে যায়। সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ আদান প্রদান হচ্ছে। সেইসঙ্গে অভিজ্ঞতাও বিনিময় হচেছ। অপর দিকে ভারতের সামরিক বাহিনীর খেলোয়ার টিমের সদস্যরা বাংলাদেশে আসছে তারা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। আবার বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরাও ভারতের সামরিক বাহিনীর বিভিন্ন খেলায় অংশ নিচ্ছে। দুই দেশের খেলোয়াররাই এতে করে অভিজ্ঞতা বিনময় করছে।

মূলত এই দুটি বিষয়ে দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে বাংলাদেশের কর্মসূচী রয়েছে। তবে বেশ কয়েক বছর হলো ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা ও বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে যৌথ মহরাও হয়ে থাকে। তারা একে অপরের সঙ্গে মহরায় অংশ নেয়। এই জন্য ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা বাংলাদেশে আসে আবার বাংলাদেশের সদস্যরাও সেখানে যায়। আগে এই প্রোগ্রামটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল। পরে ভারতের সঙ্গে করা হয় ।

সূত্রে জানায়, কিছু দিন আগেও ভারতের বাস্কেট বল টিম এখানে এসে খেলে গেছে। এগুলো ধারাবাহিকভাবেই হচ্ছে।

ভারতের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার মনে করছেন, এই সফরেই সামরিক সহযোগিতা চুক্তি হবে। এনিয়ে এরইমধ্যে দুই দেশ একসঙ্গে কাজ করছে। সামরিক খাতে এর মধ্যেই পরস্পরকে সহযোগিতা করে চলছেন।

সূত্রে জানায়, তিন বাহিনীর রেকর্ড সংখ্যক বাংলাদেশি সামরিক কর্মকর্তা ভারতে প্রশিক্ষন নিয়েছেন ও এখনও নিচ্ছেন। ভারতীয় সেনা কর্মকর্তারাও এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। ভারত ও বাংলাদেশের নৌ, বিমান ও সেনাবাহিনীর কর্মকর্তারা যৌথ অনুশীলনে অংশ নিচ্ছেন। এগুলো একটি দ্বিপাক্ষিক নিয়মিত বিষয়। ভারত মনে করছে সেগুলো ঠিক রেখেই একটি সহযোগিতা চুক্তি হতে পারে।

সূত্রে আরও জানায়, ভারতের সামরিক বাহিনীর সঙ্গে ও সামরিক বাহিনীর গোয়েন্দাদের তথ্য আদান প্রদান করার জন্য ওইভাবে সরাসরি চুক্তি নেই। তবে প্রয়োজন ও অবস্থা বিবেচনা করে অনেক সময় তথ্য আদান প্রদাণ করা হয়। তবে ভারতের চেষ্টা থাকে সব সময়ই বাংলাদেশ থেকে বেশি তথ্য নেওয়ার।

ভারত তথ্য দেয় কম। যদিও ভারতের গোয়েন্দারা তথ্য দিতো তাহলে তারা বাংলাদেশের যেসব বড় বড় হামলার ঘটনা ঘটে এই সব তথ্য তাদের কাছে থাকলে আগাম দিতে পারতো। কিন্তু তেমনটি খুব একটা হয় না। তবে ভারত ছাড়াও বাংলাদেশ অন্যান্য দেশের কাছ থেকেও তথ্য নিয়ে থাকে। এই জন্য দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনাও হয়। বাংলাদেশের জঙ্গিবাদের সমস্যাটি নিয়ে এবং যখন বাংলাদেশে বড় ধরনের হামলার আশঙ্কা করছিল যুক্তরাষ্ট্র। তখন তারা বার বার বাংলাদেশকে সতর্ক করেছে। যদিও আমেরিকার দেওয়া তথ্য গুরুত্ব দেওয়া হয়নি। এরপরই কয়েকটি হত্যার ঘটনা ও হলি আর্টিজানের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন ওই সময়ে আমেরিকার কথা গুরুত্ব দিলে হয়তো ওই সব ঘটনা যাতে না ঘটে সেইভাবে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

জঙ্গিদমন নিয়ে কাজ করে এমন এটি সূত্র জানায়, আমরা বিভিন্ন দেশের গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নেই। তবে তারা বেশিরভাগই ঢালাউভাবেই বলে হামলা হতে পারে এমন কথা। এই কারণে সব সময় ব্যবস্থা নেওয়া যায় না। সুনির্দিষ্ট তথ্য দিলে অনেক সুবিধা হয়। আমরা সুনির্দিষ্ট তথ্য পেতে চাই। হলিআর্টিজানের ঘটনার আগে আমরা অনেক দেশের সঙ্গেই অর্থ্যাৎ যখন বার বার বলা হচ্ছিল বাংলাদেশে হামলা হতে পারে বলে খবর আসছিল তখন আমরা মত বিনিময় করেছি। তথ্য চেয়েছি কিন্তু সেইভাবে সুনির্দিষ্ট করে কিছু পাওয়া যায়নি।

সূত্রে জানায়, সম্প্রতি ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশ সফর করার পর তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সপাল স্টাফ অফিসারের সঙ্গে কথা বলেছেন। এই সময়ে দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ে সফর বিনিময় উভয় দেশের সেনাবাহিনীর পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও তিনি দুই দেশের সেনাবাহিনী মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় সেনাপ্রধান সাক্ষাৎকালে বলেছেন, ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় আরও বাড়বে। এর মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং বাড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। ঢাকা ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও সামরিক সহায়তা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন বাহিনী প্রধানরা তারা দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন এবং দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন।

সূত্রে জানায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশ সামরিক বাহিনীকে সব ধরণের সুবিধা দিচ্ছে সরকার। আরও প্রয়োজনীয় সব উদ্যোগ নিবে। কিন্তু ভারতের সেনাবাহিনী এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করার জন্য অভিযান পরিচালনা করার সুযোগ পাবে এটা ভারত ছাড়া কেউ চাইছে না। এছাড়াও বাংলাদেশের সঙ্গে অন্য কোন দেশের সঙ্গে যুদ্ধ লাগার কোন সম্ভাবনা নেই। বাংলাদেশের জন্য ঝুঁিক হতে পারে ভারতই। সেটা হলে যদি বাংলাদেশ এখন ভারতের কাছ থেকে অস্ত্র কিনে ও সামরিক সরঞ্জামাদি কিনে সেটাও ঠিক হবে না। কারণ প্রয়োজনের সময় তারা সাপ্লাই না দিলে বাংলাদেশের ওই সব অস্ত্র কিনেও কোন লাভ হবে না। তাছাড়া চুক্তি করা হলে বাংলাদেশে ভারতীয় সামরিক বাহিনী এখানে আসার সুযোগ নিবে কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীকে তারা কখনই যেতে দিবে না। চুক্তিতে থাকলেও না। সেই কারণেই সামরিক চুক্তি করার আগে বাংলাদেশ আরও সময় নিতে চায়।

পূর্বাশানিউজ/০৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি