সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদিকে প্রস্তাব মদের স্বাদ দুধে মেটানোর জন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের জাতীয় ও রাজ্য সড়কের পাশে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ১৬ হাজার মদের দোকান বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়া এসব বার ও মদের দোকানগুলিকে দুধের বার করে দেওয়ার প্রস্তাব দিলেন আমুলের ম্যানেজিং ডিরেক্টর আর এস সোঢি।

জানা গেছে, জাতীয় ও রাজ্য সড়কের পাশে কোনো হোটেল, রেস্তোঁরা বা বার মদ বিক্রি করতে পারছে না। যার ফলে প্রায় ১০ লাখ মানুষের বেকার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর এরই প্রেক্ষিতে সোঢি টুইট করে বলেন, “আমরা আহ্বান করছি ১৬০০০ মদের দোকান/ বারগুলিতে আমুল মিল্ক বার খোলা হোক। তাতে কাজ হারানো কর্মীরা কাজও পাবেন এবং একটি সুস্থ দেশ গড়তেও এটি কার্যকরী হবে। ”

উল্লখ্য গত ১ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান ও বার বন্ধ হয়ে গেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও তার ফলে দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যেসব জায়গায় ২০ হাজারের কম জনসংখ্যা, সেখানে হাইওয়ের থেকে ২০০ মিটার দূরে মদের দোকান থাকতে পারে।
পূর্বাশানিউজ/০৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি