শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ‘মাইন’ পোঁতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আশপাশে হাতে তৈরি বোমা-গ্রেনেড ও মাইন পুঁতে রেখেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন। ওই সব জায়গায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইনের আশপাশে পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি বোমা-গ্রেনেড) ও মাইন অপসারণে দুই দেশ সম্মত হয়েছে। দুই দেশের সরকার তাদের ভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেবে না। সীমান্তের কোনো বিশেষ এলাকায় এ ধরনের অপরাধীদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।’

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি