সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাসায়নিক হামলার জবাবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলার তিনদিনের মাথায় সিরিয়ার সামরিক স্থাপনার লক্ষ্য করে অন্তত ৫০টি টমাহক ক্রুজ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে, ভুমধ্যসাগরে থাকা মার্কিন ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই ঘাঁটি থেকেই মঙ্গলবার রাসায়নিক হামলা চালানো হয়েছিল এবং তিনিই ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়েছেন।

সিরিয়ায় যুদ্ধ শেষ করতে বিশ্বের সব ‘সভ্য দেশের’ সহযোগিতা চেয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখৌনে চালানো ওই রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ৭২ জন নিহত হন, এদের মধ্যে বহু শিশু রয়েছে। এ হামলার পর কড়া প্রতিক্রিয়া অাসে যুক্তরাষ্ট্র থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  বেসামরিকদের ওপর বিষাক্ত গ্যাস হামলা চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বহু সীমা অতিক্রম করেছে। যদিও সিরিয়ার সেনাবাহিনী রাসায়নিক হামলার কথা অস্বীকার করেছে।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা জানিয়েছে যে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।

শুক্রবারের হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে বাশার আল আসাদের কোন ভূমিকা থাকতে পারে না।

সিরিয়া বিরুদ্ধে যেসব সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, তার মধ্যে রয়েছে সিরিয়ার বিমানগুলো আর উড়তে না দেয়া আর ক্রুজ মিসাইল হামলা চালিয়ে সিরিয়ার রাডার ব্যবস্থা নষ্ট করে দেয়া।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সিরিয়ার ভবিষ্যতের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের আর কোন ভূমিকা থাকতে পারে না। যদিও ট্রাম্প প্রশাসন এ সপ্তাহের শুরুতে জানিয়েছিল যে, বাশার আল আসাদের পদচ্যুতির বিষয়টি তাদের সিরিয়া নীতিতে আর গুরুত্বপূর্ণ নয়।

মঙ্গলবারের রাসায়নিক হামলা ও তার প্রেক্ষাপটে শুক্রবারের যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ট্রাম্প স্পষ্টতই সিরীয় প্রেসিডেন্টের মূল সমর্থক মস্কোর সঙ্গে দ্বিমতের পথে গেলেন।

আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে বিমান হামলা চালিয়ে তাকে উৎখাত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এ ধরনের কোনো হুমকির বা ইঙ্গিত দেননি ট্রাম্প।

তিনি বলেন, আমি আপনাদের বলবো, গতকাল (মঙ্গলবার) যা হয়েছে তা আমার কাছে অগ্রহণযোগ্য। এবং আপনাদের বলতে চাই, সিরিয়া ও আসাদের বিষয়ে আমার মনোভাব অনেক পরিবর্তিত হয়ে গেছে, ইতোমধ্যেই এটি ঘটেছে।

এর আগে এক বৈঠকের সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সিরিয়ার বিষয়ে নতুন কোনো নীতি গ্রহণ করছেন কিনা, ট্রাম্প উত্তর দিয়েছিলেন, ‘দেখতে পাবেন।’

প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরানোর ডাক দেয়ার সময় হয়েছে কীনা এবং দেশটির আকাশ সীমায় ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তোলা হবে কীনা এমন প্রশ্নের জবাবে বিস্তারিত কিছু না জানিয়ে ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কিন্তু আমাকে পরিষ্কার করতে দিন, সব অপশনই সামনে আছে।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি