রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের উপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ৮২ হাজার ৪৫৯ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৃত্তির ফল ঘোষণা করেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের পরিমাণ বেড়েছে। আগ সাধারণ ক্ষেত্রে মাসিক ১৫০ টাকা দেয়া হলেও এবার থেকে ২২৫ টাকা এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ২০০ টাকা করে দেয়া হলেও তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এসব শিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি সুবিধা ভোগ করবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে ৫৫ হাজার শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বৃত্তি দেয়া হতো। ২০১৫ সাল হতে আরো ২৭ হাজার ৫০০ বাড়িয়ে ৮২ হাজার ৮০০ জন করার সিদ্ধান্ত হয়। ঝরে পড়া রোধ, উপস্থিতি বাড়ানো, মেধার স্বীকৃতি প্রদান ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে সমাপনী পরীক্ষার উপর ভিত্তি করে উপজেলা ভিত্তিক বৃত্তি প্রদান করে আসছে সরকার।
প্রাথমিক ও এবতেদায়ির বৃত্তির ফল আজ প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল প্রকাশ করবেন।
শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফল জানা যাবে।
এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এবতেদায়ি শিক্ষার্থীদের জন্য :
EBTThana/Upazila Code NumberRoll NumberYear and Send to 16222
সাধারণ শিক্ষার্থীদের জন্য :
DPEThana/Upazila Code No.Roll NumberYear and Send to 16222

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি