রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু: গণশিক্ষামন্ত্রী


প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু: গণশিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস্তবায়নের শেষ ধাপটা হয়তো ২০১৮ সালের দিকে যাবে।’

১১ এপ্রিল মঙ্গলবার প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ সব কথা জানান তিনি।

তিনি বলেন, ওনারা (শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা) ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান, স্বীকৃতি দেওয়া, রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে আমাদের চিঠি দিয়েছেন। এই কাজ (প্রাথমিক শিক্ষা অষ্টম পর্যন্ত) পেলে আমরা কি করব সে জন্য গ্রাউন্ডওয়ার্ক আমরা করছি। এনসিটিবিতে তখন আমাদের ভূমিকা কী হবে, এখন কী ভূমিকা আছে। সবকিছু ঢেলে সাজাতে আমাদের প্রস্তুতি নিচ্ছি।

গণশিক্ষামন্ত্রী বলেন, যত দিন সরকার এ সিদ্ধান্ত বহাল রাখবে তত দিন। শিক্ষানীতি প্রণয়নে মাননীয় শিক্ষামন্ত্রী নেতৃ্ত্ব দিয়েছেন। শিক্ষানীতি প্রণয়নে তার অবদান অসামান্য। আমি মনে করি তিনি যখন জাতির সামনে অঙ্গীকার করেছেন যে ২০১৮ সালের মধ্যে এটিকে দৃষ্টিগাহ্য করা হবে। তিনি নিশ্চয়ই সেটি করবেন। ভরসা রাখছি।

প্রাথমিকের পাঠ্যবইয়ের ভুল সংশোধনে এনটিসিবি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও কেন তা অনুমোদন দেওয়া হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ভুলভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য কাজ চলছে। আমরা নিশ্চয়ই ভুলটা পড়াচ্ছি না। যেটুকু সংশোধিতরূপে পড়ানো দরকার সেটা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি