শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তাপমাত্রা তিন-চার ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্বাভাবিকের তুলনায় এ বছর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে রাজশাহী ও খুলনা অঞ্চলে শুরু হয়েছে তাপপ্রবাহ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ২০১৭ সালে বাংলাদেশেও বাড়তি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এল নিনোর প্রভাবে প্রতি ৮ থেকে ১২ বছর পর পর আবহাওয়া রূদ্র রূপ নেয়। যার প্রমাণ ১৯৯৮ সালের বন্যার পর ২০০৪ সালের বন্যা। ২০০৩ সালের তীব্র শৈত্যপ্রবাহের পর আর তীব্র ভাব দেখা যায়নি। এবার এপ্রিলের শুরুতই পাহাড়ী ঢলের কারণে হয়ে গেছে সিলেট অঞ্চলে বন্যা। রোববার থেকে রাজশাহী ও খুলনা অঞ্চলে দেখা দিয়েছে তাপদাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিলে গড় তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এবছর পারদ উঠেছে ৩৮ ডিগ্রিতে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, ১০১৬ সাল ছিল এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। কিন্তু এবার সেই রেকর্ডও ভাঙতে চলেছে। চলতি বছর মার্চ থেকে মে এবং জুনের কিছুটা সময় তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

আমেরিকার ন্যাশনাল ওশেনিক এ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, ১৯৫০ সালের পর এবারের জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি