রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরীক্ষার্থীদের চোখ স্মার্টফোনে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ফেসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে জেল-জরিমানার কথা বলা হলেও এখনো প্রশ্নফাঁসের গুজব পাওয়া যাচ্ছে। আর ফাঁস হওয়া প্রশ্ন নিতে পরীক্ষা শুরুর আগ মুহূর্তেও অনেক পরীক্ষার্থীকে স্মার্টফোনে চোখ রাখতে দেখা গেছে।

বুধবার সকালে ধানমন্ডি আইডিয়াল স্কুল কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, আজ ঢাকা বোর্ডের অধীনে এইচএসসির জীববিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। কিন্তু পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ে ধানমন্ডির আইডিয়াল স্কুলে। ফাঁস হওয়া প্রশ্ন নিতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ভিড় করতে দেখা গেছে।

সরেজমিনে স্কুলটির বাইরে গিয়ে দেখা গেছে অনেক শিক্ষার্থী স্মার্টফোন দেখছেন। তাদের সবার চোখ স্মার্টফোনে। কেউ হাতের তালুতে উত্তর লিখে নিচ্ছেন, আবার অনেকে কাগজে লিখছেন। আবার অনেকে ফাঁস হওয়া প্রশ্নের ছবি তুলছেন, অনেকে বই থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করছেন।

জানতে চাইলে দুইজন শিক্ষার্থী জানান, তারা অবজেকটিভের প্রশ্ন পেয়েছেন। এজন্য সবাই প্রশ্ন নিতে ভিড় করছেন।

একজন পরীক্ষার্থী জানান, তারা আগের একটি পরীক্ষার প্রশ্ন হাতে পেয়েছিলেন। পরে হলে গিয়ে ওই প্রশ্নের সঙ্গে হুবহু মিল পেয়েছিলেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।

গত ২৩ ফেব্রুয়ারি ফেসবুকসহ অন্য কোনো মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে। এ ছাড়া চলমান এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মন্ত্রণালয় নিয়ন্ত্রণকক্ষ খুলেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এরপরও পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোয় অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন।

12 Apr, 2017/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি