রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এশিয়ায় বাজার মূলধনে এগিয়ে আছে চায়না মোবাইল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চায়না মোবাইল বাজার মূলধনে এশিয়ার টেলিযোগাযোগ কোম্পানিগুলোর মধ্যে নেতৃত্ব দিচ্ছে। চীনে চতুর্থ প্রজন্মের দ্রুতগতির নেটওয়ার্ক সেবা ফোরজি সরবরাহের মাধ্যমে স্থানীয় ও এশিয়ার অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বাজার মূলধনে শীর্ষ অবস্থান দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই।

গত শুক্রবার চায়না মোবাইলের বাজার মূলধন দাঁড়িয়েছে ২২ হাজার ৫৩০ কোটি ডলার, যা প্রতিদ্বন্দ্বী জাপানের এনটিটি ডোকোমোর দ্বিগুণের বেশি। চীনে ফোরজি জনপ্রিয় হয়ে ওঠার আগে ২০১২ সালে ৬ এপ্রিল চায়না মোবাইলের বাজার মূলধন বেড়েছিল ৪ শতাংশ। একই সময় চায়না টেলিকমের বাজার মূলধন কমে ৭ শতাংশ এবং চায়না ইউনাইটেড নেটওয়ার্ক কমিউনিকেশনস বা চায়না ইউনিকমের বাজার মূলধন কমে ১৬ শতাংশ।

চীন টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ বাজার। স্থানীয় বাজারে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ চায়না মোবাইলের আয় বাড়িয়েছে। গত মার্চে প্রকাশিত আর্থিক খতিয়ান অনুযায়ী, ২০১৬ সালে কোম্পানিটির নিট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০ কোটি ডলার, যা এর প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর মিলিত নিট আয়ের ছয় গুণ বেশি।

চায়না মোবাইল স্থানীয় বাজারে ফোরজি নেটওয়ার্ক স্থাপন এবং গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারে সহায়তা দিয়ে বাজারটির নেতৃত্ব দখলে নিয়েছে। এর ব্যবসায় পরিকল্পনা এশিয়ার অন্য টেলিযোগাযোগ কোম্পানিগুলো থেকে আলাদা করেছে প্রতিষ্ঠানটিকে। বাজার মূলধন ও প্রতিদ্বন্দ্বিতায় অঞ্চলটির অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিস্তর পার্থক্য তৈরিতে সমর্থ হয়েছে চায়না মোবাইল। চীনে সরকারি ও বেসরকারি উদ্যোগে ফোরজি নেটওয়ার্ক উন্নয়ন করা হয়। চায়না মোবাইল ২০১৩ সালে এ নেটওয়ার্ক প্রযুক্তি প্রয়োগ করে এবং গ্রাহক পর্যায়ে ফোরজি সেবা চালুর অনুমোদন পায়।

চায়না মোবাইল ফোরজি নেটওয়ার্ক সরবরাহে যে মানদন্ড অনুসরন করছে, চায়না টেলিকম ও চায়না ইউনিকম তা করছে না। এটা হয়েছে সরকারের সঙ্গে লাইসেন্স-সংশ্লিষ্ট জটিলতার কারণে। পাশাপাশি চায়না মোবাইলের এ দুই প্রতিদ্বন্দ্বী ফোরজি নেটওয়ার্ক সেবা সরবরাহে বেস স্টেশন স্থাপনেও দেরি করেছে। গত বছর শেষে চায়না মোবাইলের ফোরজি গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫০ লাখ, যা প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠানের মিলিত গ্রাহক সংখ্যার তুলনায় ২ দশমিক ৪ গুণ বেশি।

নমুরা হোল্ডিংস হংকংয়ের বিশ্লেষক জোয়েল ইং বলেন, গত বছর চায়না মোবাইলের প্রধান যখন নিট আয় ও শেয়ারদর বাড়াতে ব্যাপক পরিসরে ফোরজি বেস স্টেশন স্থাপন শুরু করে, তখন প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসায় দূরত্ব কমাতে ব্যস্ত ছিল প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠান। ২০১৬ সালে বড় অংকের বিনিয়োগের মধ্য দিয়ে মুনাফা করেছে চায়না মোবাইল।

চায়না মোবাইল প্রচলিত স্মার্টফোন ব্যবহারকারীদের বাজেটসাশ্রয়ী অত্যাধুনিক ফিচারসংবলিত স্মার্টফোন সরবরাহের মাধ্যমে নিজেদের সেবার সঙ্গে যুক্ত করেছে। এটিই প্রথম প্রতিষ্ঠান, যা চীনের বাজারে প্রথম ফোরজি সমর্থিত অ্যাপল ডিভাইসের প্রচলন শুরু করে। গত বছরজুড়ে গৃহীত বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিষ্ঠানটির নিট আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ফোরজির পর এখন পঞ্চম প্রজন্মের দ্রুতগতির নেটওয়ার্ক সেবা ফাইভজি নিয়ে কাজ চলছে। ফাইভজি নিয়ে এরই মধ্যে লক্ষ্য নির্ধারণ করেছে চায়না মোবাইল। ২০২০ সাল নাগাদ এ প্রযুক্তির নেটওয়ার্ক সেবার বাণিজ্যিক ব্যবহার শুরু হলে তা প্রয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।

এদিকে চায়না টেলিকম আয় বাড়াতে তাদের ডাটা সেবা দিচ্ছে ফিক্সড-ওয়্যার নেটওয়ার্কের মাধ্যমে এবং চায়না ইউনিকম এখন অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোট বাঁধতে কাজ করছে। উভয় প্রতিষ্ঠানের এ পরিকল্পনা বাজার মূলধনে চায়না মোবাইলের সঙ্গে টেক্কা দিতে কতটুকু কাজে দেবে তা নিশ্চিত নয়।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি