সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্প এক মেয়াদের প্রেসিডেন্ট: বার্নি স্যান্ডার্স


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না বলে মন্তব্য করেছেন ভারমুন্টের সিনেটর ও ডেমোক্রেটিক নেতা বার্নি স্যান্ডার্স।

সিনেটর স্যান্ডার্স বলেন, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এতটাই কমেছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বলে বুধবার মার্কিন বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন।

আগামী সপ্তায় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রধান টম পেরেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য সফরের পরিকল্পনা করছেন তিনি। তাদের সফরের আগে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করলেন মার্কিন অভিজ্ঞ এই রাজনীতিবিদ।

সাবেক সরকারের স্বাস্থ্যনীতি ‘ওবামা কেয়ার’ বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়নে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে স্যান্ডারস বলেন, মার্কিন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ট্রাম্প যে ধরনের নীতি অনুসরণ করে চলেছেন তাতে দ্বিতীয় মেয়াদে তাঁর পেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার কোন সম্ভাবনা নেই।

সিনেটর স্যান্ডার্স আরো বলেন, ডোমোক্রেট দলে তৃণমূল পর্যায়ে আমূল পরিবর্তন আনতে হবে। যাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটের ক্ষেত্রেও রিপাবলিকানদের হতাশ করবে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকানদের আধিপত্য ছিল এমন অঙ্গরাজ্যগুলোতে তারা সফর করবেন। আগামী সপ্তায় পোর্টল্যান্ড ও মাইনে শুরু হওয়া সফর চলবে চারদিন। এ সময় তারা যুক্তরাষ্ট্রের কেন্টাকি, ফ্লোরিডা, টেক্সাস, নেবরাসকা, ইউটাহ, অরিজোনা ও নেভাদাও সফর করবেন।

৭৫ বয়সী মার্কিন বর্ষিয়ান নেতা স্যান্ডার্স গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটনের সঙ্গে প্রেসিডেন্ট মনোনয়নে হেরে যান। প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল রিপাবলিকান নেতা ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হেরে যান।

পাবলিক লাখো ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল ভোটে হেরে যান। নির্বাচনে ডেমোক্রেটদের পরাজিত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দলের বৃহত্তর স্বার্থে কাজ করছেন স্যান্ডার্স।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি