রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষক সংকটে সরকারি কলেজে পদ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব


শিক্ষক সংকটে সরকারি কলেজে পদ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিক্ষক সংকট দূর করতে সরকারি কলেজে পদ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। এতে শিক্ষার মান বাড়ার পাশাপাশি পদবঞ্চিতদের হতাশা কাটবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে ব্যবস্থা নিতে এ মাসে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশও করা হয়েছে।

দিনাজপুর সরকারী কলেজে শিক্ষার্থী ২৮ হাজার, শিক্ষক মাত্র ১১২ জন। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক থাকার কথা ২৫০ জন পদ আছে ১৪০টি।

দেশের বেশিরভাগ সরকারী কলেজের চিত্র একই রকম। এছাড়া, বহু দিন ধরে পদন্নোতি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা।

সংকট কাটাতে সরকারী কলেজে শিক্ষক সংখ্যা বাড়ানো হচ্ছে। ৩০৭টি কলেজে অধ্যাপক পদে ৫১৬ জন শিক্ষক কর্মরত আছেন। নতুন করে এক হাজার ১০৫ জন অধ্যাপকের পদ সৃষ্টি হবে। সহযোগী অধ্যাপকের পদ আছে দুই হাজার ২৪৬টি।

নতুন সৃষ্টি হবে তিন হাজার ২৮২টি। সহকারী অধ্যাপকের পদ আছে চার হাজার ৩৫৭টি। নতুন হবে আরো চার হাজার ১৫৩টি। প্রভাষক পদ আছে আট হাজার ১৩১ টি। আরো হবে তিন হাজার ২৯৬টি পদ।

এ পদক্ষেপে খুশি বিসিএস শিক্ষাক্যাডারে কর্মরতরা। এতে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা।

১৯৮৩ সালে গঠিত এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারী কলেজে নতুন এই পদ সৃষ্টি করা হচ্ছে।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি