সাত কৌশলে নারীদের পরকীয়ার ফাঁদে ফেলেন বহুগামী পুরুষ। বিবাহিত নারীদের প্রেমের ফাঁদে ফেলতে কিছু প্রশংসা বাক্য ব্যবহার করেন তারা। বুঝার উপায় নেই, কথাগুলোয় লুকিয়ে আছে অসৎ কামনা। কথাগুলো শুনে অনেক নারীই ওই পুরুষের বশে চলে যান। জড়ান প্রেমে। এমনকি অবৈধ শারীরিক সম্পর্কেও মজেন, ভাঙেন সুখের সংসার।
বহুগামী পুরুষ নিজের নারী অফিস সহকর্মী, পাশের বাসার ভাবি, বন্ধুর বউদের টার্গেট করেন।
যে সাত কৌশলে নারীদের পরকীয়ার ফাঁদে ফেলা হয়
১. ‘ভাবি, আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না। দেখে মনে হয়, মাত্র এইচএসসি পাস করছেন! সিরিয়াসলি বলছি!’
২. ‘আপু, একটা কথা বলবো অনেকদিন থেকে ভাবছি! কিন্তু হ্যাজিটেশন করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়ে দিয়েছে। এত্ত সুন্দর, জাস্ট অসাধারণ লাগে!’
৩. ‘মন খারাপ কেন ভাবি? ভাইয়া ঝগড়া-টগড়া করলো নাকি? আপনার মতো এরকম একটা মানুষের সঙ্গেও ঝগড়া করা যায়, বিশ্বাসই হচ্ছে না!’
৪. ‘একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘণ্টা শুনলেও বিরক্তি আসবে না।’
৫. ‘আপনি যা ইচ্ছে মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না। দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? নাহ, আর নাহ!’
৬. ‘একটা কথা বলবো? নীল শাড়িতে আপনাকে দারুণ মানাইছে। না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে।’
৭ ‘জন্মদিনে কী কী করলেন আপনারা? …কি? ভাইয়ার অফিস? কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহেরর ছুটি নিতাম! হাইসেন না, সিরিয়াসলি বলছি!
এসবই প্রশংসা বাক্য। আশপাশের নারীদের কথাগুলো বলে পটানোর চেষ্টা করেন বহুগামী পুরুষ।
সম্পাদনায় : এইচ এম এম উদ্দিন।