শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলায় ১৪৪ ধারা জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নব-নির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন কে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বিজিবি, র‌্যাব, এপিবিএন সদস্যসহ দেড় শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্ত্রীর আগমন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের হরতালের মধ্যেই প্রাণিসম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হক বিজয়নগর যাচ্ছেন। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলাগুলো হল বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর। জেলা আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দও বিজয়নগর যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ মন্ত্রীর আগমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেয়। সেই দিন রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এর মধ্যেই শুক্রবার মন্ত্রীর নামফলক ভাঙচুর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। শনিবার রাতে এনিয়ে ১২০জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়।
প্রসঙ্গত, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয় জেলা আাওয়ামী লীগের একাংশের নেতাদের। এ নিয়ে মন্ত্রীকে দল থেকে বহিষ্কারের সুপারিশও করা হয়। এর পর নাসিরনগরে পবিত্র কাবা শরীফকে বিকৃতি করে ছবি পোষ্ট করা হয়। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ও ১৫ টি মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। এর মাধ্যমে মন্ত্রীকে কুপোকাতের চেষ্টা করা হয়। গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও তার গ্রুপকে বাদ দিয়েই সম্মেলন অনুষ্ঠিত হয়। গত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল আলম এম.এস.সির সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক প্রধান অতিথি ছিলেন। পরবর্তীতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সমাবেশ থেকে মন্ত্রীর অনুসারী জেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীদের হুশিয়ারী দেয়া হয়। এরপর বিজয়নগর উপজেলায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধিনস্ত নব-নির্মিত কার্যালয় ভবন উদ্বোধনের কর্মসূচীতে স্থানীয় এমপি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে না রাখায় নতুন করে মন্ত্রী ও জেলা-উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভেদ দেখা দেয়।

২৩ এপ্রিল ২০১৭,/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি