সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মৃত্যুর পর বান্দার যা উপকারে আসবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে জিবরাঈলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাস। তখন জিবরাঈল (আ.) তাকে ভালোবাসেন। সে আসমানের অধিবাসীদের ডেকে বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাস। আসমানবাসীরাও তাকে ভালোবাসে। তারপর পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়া হয়।’

মানুষের ওপর আল্লাহর অন্যতম বড় অনুগ্রহ হলো, তিনি তার জন্য মহৎ কীর্তি নির্ধারণ করেন, যা তার স্মৃতি বাঁচিয়ে রাখে। তিনি সেটার প্রতিদান অব্যাহত রাখেন। আল্লাহ বলেন, ‘আমিই মৃতদের জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিগুলো লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।’ (সূরা ইয়াসিন : ১২)।
মানুষ জীবনের যাত্রাপথে যে মহৎ কীর্তি প্রতিষ্ঠা করে, তা আল্লাহর নৈকট্য ও সংরক্ষণ এনে দেয়। রাসুলুল্লাহ (সা.) এর কাছে সর্ব প্রথম যখন ওহি এলো এবং তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন, তখন তাঁর স্ত্রী খাদিজা (রা.) কে তিনি বলেন, ‘আমি আমার জীবন নিয়ে আতঙ্কিত হয়েছি।’ তিনি তাঁকে বললেন, কখনোই না, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে কিছুতেই অপদস্থ করবেন না। আপনি তো আত্মীয়তা রক্ষা করেন, সত্য কথা বলেন, অন্যের সেবা করেন, মেহমানের সমাদর করেন, বিপদাপদে মানুষকে সাহায্য করেন।’
আল্লাহ যখন তাঁর বান্দার জন্য নিজের রহমতের দ্বার খুলে দেন, তখন তাকে এমন একটি কাজের সুযোগ করে দেন, যার মহৎ প্রভাব থাকে। অল্প ও ক্ষুদ্রের মধ্যে সেটাকে বিস্তৃৃত করেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘একটি দেরহাম হাজার দেরহামকেও ছাড়িয়ে গেছে।’
মহৎ কীর্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি কামনা করা। মুসলিম ব্যক্তি তার কর্ম পরিদর্শনের অপেক্ষায় থাকবে না। সেটাকে তার চেষ্টা ও সাধনার ভিত্তি বানাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমার সামনে সব উম্মতকে হাজির করা হয়েছে। কোনো নবী একজনকে নিয়ে চলছেন, কেউ দুইজন, কারও সঙ্গে এক দল। কারও সঙ্গে কেউ নেই।’
ভালো কাজের প্রচেষ্টাকারীর কথা মানুষ না জানলেও ক্ষতি নেই। কারণ আল্লাহর জ্ঞান স্পষ্ট-অস্পষ্ট সবকিছুকেই বেষ্টন করে আছে। আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণকর যা কিছুই নিজেদের জন্য সম্পাদন করবে আল্লাহর কাছে তা আরও উত্তম ও বিরাট প্রতিদান আকারে পাবে।’ (সূরা মুজ্জাম্মিল : ২০)।
ভালো নিয়তের ওপর ভিত্তি করে সম্পাদিত সৎকর্মের প্রভাব, গ্রহণযোগ্যতা ও শক্তি বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ বলেন, ‘তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়।’ (সূরা ফাতির : ১০)। তবে ঈমান ছাড়া কর্ম যত বড় ও উন্নতই হোক তার পরিণতি ধ্বংস ও বিলুপ্তি।
জীবন গঠন, জীবনের লক্ষ্য বাস্তবায়ন ও তা চলমান রাখতে ইসলাম মহৎ কর্ম স্থাপন করাকে জোর দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যদি কেয়ামত চলে আসে আর তোমাদের কারও হাতে একটি গাছের চারা থাকে, সেটি লাগাতে দাঁড়াতেও না পারে, তবুও যেন চারাটা সে রোপণ করে দেয়।’ গাছ লাগিয়ে সে তার ফল খেতে না পারলেও তা পরবর্তী প্রজন্মের জন্য তার কীর্তি হয়ে থাকবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো মুসলিম গাছ লাগালে বা ফসল বুনলে সেখান থেকে পাখি, মানুষ বা পশু যদি আহার করে তবে তা তার জন্য সদকা হবে।’ মহৎ কীর্তির সুফল যে জানে, সে ভালো কাজের প্রতিযোগিতা ও চেষ্টার তুঙ্গে থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইসলামে একটি মহৎ নীতির প্রচলন ঘটাবে, সে তার প্রতিদান পাবে এবং পরবর্তী সময় যে এর ওপর আমল করবে তার প্রতিদানও পাবে। এতে তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না।’ সৎচরিত্রবান ভালো ঈমানদার লোকই সুফলবাহী আদর্শ। সে যেখানে থাকে কল্যাণ বয়ে আনে। তার আচরণ অনুকরণীয়। তার জীবনচরিত বাতিঘর। জীবদ্দশায় ও মৃত্যুর পর মুসলিম ব্যক্তির সৎকর্মের প্রকাশ পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক ও গ্রহণযোগ্যতা অর্জনের আগাম সুসংবাদ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সেটি মোমিনের আগাম সুসংবাদ।’
মহৎ কীর্তি ও কর্মের পরিধি, ক্ষেত্র ও রূপ নানা ধরনের। প্রত্যেকেই নিজের সম্ভাবনা, সামর্থ্য, সুযোগ ও প্রতিভা অনুযায়ী তা বেছে নিতে পারে। যে রকমভাবে সাহাবায়ে কেরাম সংস্কার, বিচার, দান, জিহাদ ও শিক্ষাসহ জীবনের নানা ক্ষেত্রে কার্যকরী প্রভাব রেখে গেছেন। যে কোনো উপকারী স্থায়ী কাজ যা কল্যাণ প্রোথিত করে এবং যার দ্বারা জীবন সুন্দর হয় তাই মহৎ কীর্তি ও স্থায়ী প্রতিদান বলে গণ্য হবে। যেমন শিক্ষা, দাওয়াত, প্রয়োজন ও চাহিদা পূরণ, মজলুমকে সাহায্য করা ইত্যাদি। শ্রেষ্ঠ ইবাদত সেটিই, যার উপকারটা অধিক।
তাই মৃত্যুর পর যে মহৎ কীর্তি রেখে যায়, সেই হলো বুদ্ধিমান, সচেতন ও জ্ঞানী ব্যক্তি। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মোমিনের মৃত্যুর পর যেসব সৎকর্ম ও পুণ্য তার সঙ্গে যুক্ত হয় সেগুলোর অন্যতম হলো জ্ঞান, যা সে অন্যকে শিক্ষা দিয়েছে ও প্রচার করেছে। ভালো সন্তান, যা সে রেখে গেছে। কোরআন শরিফ, যা সে উত্তারাধিকারীর জন্য রেখে গেছে অথবা মসজিদ, যা সে নির্মাণ করেছে। গৃহ, যা সে মুসাফিরের জন্য বানিয়েছে। খাল, যা সে খনন করেছে অথবা দান, যা সে সুস্থ ও জীবদ্দশায় নিজ সম্পদ থেকে খরচ করেছে। এসবকিছুর সওয়াব মৃত্যুর পর তার সঙ্গে যুক্ত হবে।’
সৎ কীর্তি স্থাপনকারীর পরিচয় হচ্ছে, তার মূল দৃষ্টি থাকবে পরকালের দিকে। নিজেকে ও কর্মকে পরিশুদ্ধ করবে। তার কথা ও কাজে মিল থাকবে। তার মূলনীতি ও মূল্যবোধগুলো হবে সুদৃঢ়। জীবন হবে ভারসাম্যপূর্ণ। আত্ম-পরিচয়ে প্রত্যয়ী হয়ে সসম্মানে সে পথ চলবে।
মানুষের হৃদয়ে তাদের ভালোবাসা গেঁথে রবে। হাদিসে এসেছে, ‘আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে জিবরাঈলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাস। তখন জিবরাঈল (আ.) তাকে ভালোবাসেন। সে আসমানের অধিবাসীদের ডেকে বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাস। আসমানবাসীরাও তাকে ভালোবাসে। তারপর পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়া হয়।’
নির্ধারিত বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা লাভ করলে প্রভাব রাখা যায়। আল্লাহ বলেন, ‘এ বিষয়ে অভিজ্ঞকে জিজ্ঞেস করো।’ (সূরা ফুরকান : ৫৯)। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ প্রতিটি জিনিস সুন্দর করে সম্পন্ন করাকে আবশ্যক করেছেন।’

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি