শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শীতে কমেছে ঠান্ডা, গ্রীম্মে বেড়েছে উত্তাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
পাল্টে যাচ্ছে দেশের আবহাওয়ার বৈশিষ্ট্য বাড়ছে প্রকৃতির বৈরি আচরণও। শীতে যতটা ঠান্ডা লাগার কথা তেমনটি যেমন নেই গ্রীম্মকালের উত্তাপও বেড়ে যাচ্ছে অনেকখানি। আকস্মিক বন্যা আর হঠাৎ ঝড়-জলোচ্ছ্বাসের মতো দূর্যোগও আঘাত হানছে যখন-তখন।

ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি দিন দিন বৈরী হয়ে উঠছে আবহাওয়া।

এপ্রিলের গরমে যখন নাকাল হওয়ার বার কথা তখন অনুভূত হচ্ছে শীত। আবহাওয়ার রেকর্ড বলছে গেল গত সপ্তাহে দেশের গড় তাপমাত্রা ছিল মাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবার এরইমাঝে হঠাৎ করে কোন একদিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে ১০ ডিগ্রি পর্যন্ত। বাতাশে আদ্রতার পরিমান বাড়ায় ঘামছে বাড়ি ঘরের দেয়ালও। চলতি বছর এপ্রিলের বৃষ্টিপাত ভেঙ্গে দিয়েছে চারদশকের রেকর্ড।

চার দশকের তথ্য-উপাত্ত বিশ্লেষন করে আবহাওয়াবিদরা বলছেন প্রকৃতির আচরন এখন স্বাভাবিক নয়।

গবেষকদের মত দেশের উত্তরপুর্বাঞ্চলে আগাম বন্যা নেমে আসা অল্প সময়ের ব্যবধানে অধিক বৃষ্টি শীতের সময় শৈত্যপ্রবাহ না থাকা তাপ প্রবাহের বিস্তার বাড়া আবহাওয়ার অস্বাভাবিকতাকেই মেনে করিয়ে দেয়।

গবেষকদের আশংকা আগামীতে আবহাওয়ার আচরণ আরও বেশি বৈরি হয়ে উঠতে পারে যার প্রভাব মোকাবেলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

পূর্বাশানিউজ/২৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি