শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাহসী মানুষের কলজে বড় ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কারও সাহসের তারিফ করতে গিয়ে অনেককেই বলতে শোনা যায়-লোকটার কলিজাটা এতো বড়! অর্থাৎ লোকজনের কথা থেকে এটাই প্রতীয়মান হয় যে, যারা সাহসী তাদের কলিজাটা বড় থাকে। আসলেই কি তাই? নিশ্চয়ই না।

সাহস কমবেশি হওয়ার সঙ্গে শরীরের কোন অঙ্গ বড় বা ছোট থাকার কথা নয়। এটা আসলে একটা কথার কথা। কথার কথা হলেও কথাটি মোটেও ঠিক নয়। কলিজা বা লিভার শরীরের একটি প্রধান অঙ্গ। পেটের ওপরের দিকে ডান পাশে এর অবস্থান। একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে লিভারের ব্যাস আড়াআড়ি ভাবে ২১ থেকে ২২.৫ সে.মি. লম্বালম্বিভাবে ১৫ থেকে ১৭.৫ সে.মি. এবং সামনে পিছনে ১০ থেকে ১২.৫ সে.মি হয়। আকার আয়তনের হিসেবে লিভার এমনিতেই শরীরের অন্যতম একটি বড় অঙ্গ।

প্রকৃতপক্ষে সাহসের কারণে লিভার বড় থাকে না। লিভার বড় হয় বেশ কিছু রোগের কারণে। অনেক কারণের মধ্যে সাধারণত যেসব কারণে লিভার বড় হয়ে থাকে সেগুলো হচ্ছে- ভাইরাল হেপাটাইটিস, এমিওবিক লিভার এ্যাবাসেস, বিলিয়ারী সিরোসিস, পিওনালীর পাথর, এ্যামাইলয়েডোসিস, হেপাটিস ভেন থ্রম্বোসিস, ওইলা‘স ডিজিস ইত্যাদি। এসব রোগের প্রায় সবই জটিল। কাজেই লিভার বড় হলেই পূলকিত হওয়ার কিছু নেই। বরং লিভার বড় হওয়া মানে শরীর অসুস্থ হওয়া। সুতারাং সাহসী মানুষের লিভার বা কলিজা বড় থাকেনা, কলিজা বড় থাকে রোগাক্রান্ত মানুষের।

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি