সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ। ২০১৬-১৭ অর্থবছরে প্রথম ৯ মাসের ৮ মাসই বেড়েছে, নিট বিদেশি বিনিয়োগ। বিশ্লেষকরা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থা বেড়েছে বিদেশিদের। সাধারণ বিনিয়োগকারিদের, বিদেশিদের মতো বিশ্লেষণ কোরে মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের।

বাংলাদেশের পুঁজিবাজারে আনাগোনা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের। বিশ্বের বেশ কয়েকটি নামিদামি ফান্ড ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাড়িয়েছে, তাদের বিনিয়োগ। যাদের বেশিভাগই যুক্তরাষ্ট্রভিক্তিক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, ২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪ হাজার ৪১৩ কোটি টাকা শেয়ার কিনেছে বিদেশিরা। বিপরীতে বেচেছে ২ হাজার ৭৫৮ কোটি টাকা শেয়ার। সেই হিসাবে তাদের প্রকৃত লগ্নি বেড়েছে ১ হাজার ৬৫৪ কোটি টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকরা বলেছেন, দেশের অর্থনীতি সূচকগুলোর ইতিবাচক ধারা, রাজনৈতিক স্থিতিশীলতা আস্থা বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারিদের। সেইসাথে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভালো ভবিষৎবাণীও প্রভাব ফেলেছে বিনিয়োগ বৃদ্ধিতে।

২০১৬ সালে বিদেশি বিনিয়োগে প্রাধান্য ছিলো, ওষুধ ও রসায়ন, খাদ্য ও অনুসঙ্গ, ব্যাংক ও টেলিকম খাতে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা সবধরনের যাচাই-বাছাই করে, ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। যা শিক্ষণীয় হতে পারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি