শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলা সিএনজি অটোরিক্সার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭


স্টাফ রিপোর্টার ॥
পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা অটোটেম্পু, অটোরিক্সা, সিএনজি, মিশুক, বেবিটেক্সি ও টেক্সিকার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৫৬৯) প্রধান কার্যালয় টমছমব্রিজ কার্যালয়ের প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হাজী আবদুল কাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম। তিনি শ্রমিকদের উদ্যেশ্যে বলেন,২০১৫ সালে ১লা আগষ্ট হইতে মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই থেকেই জীবিকা অর্জনে আমরা অসহায় জীবন যাপন করছি। তিনি আরো বলেন আমরা পূর্বেও সরকারের কাছে দাবী জানিয়ে আসছি। মহাসড়কে সিএনজি চলাচল করার জন্য ডিভাইডেড (আলাদা) সড়ক তৈরীর দাবি জানিয়ে আসছি। তিনি আরো বলেন সরকার যে ভাবে পরিবহন ও শ্রমিকদের জন্য খসড়া আইন তৈরী করেছে, ইহা সংস্কার করার দাবী জানান। এছাড়া সিএনজি ড্রাইভারসহ সকল যানবাহনের চালক/হেলপারের জন্য সহজ পদ্ধতিতে লাইসেন্স প্রদানের জন্য সরকারের কাছে জোরালো দাবী জানান।
এছাড়া লালমাই আঞ্চলিক শাখার সভাপতি মোঃ হারুন মিয়া তাহার বক্তব্যে বলেন শ্রমিকদের স্বার্থে দাবী দাবা আদায়ের লক্ষে যে কোন আন্দোলন মিছিল, মিটিং আহবান করে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহন করার অনুরোধ জানান। ১৫৬৯ সিএনজি শ্রমিক ইউনিয়ন লালমাই আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বলেন, ১লা আগষ্ট ১৫ইং থেকে মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শ্রমিকদের নিয়ে আন্দোলন, মিটিং মিছিল সভা করে এসেছি, আজও আন্দোলন করছি। আমাদের এই দাবী দাবা আদায় না হওয়া পর্যন্ত আমরা সকলে আন্দোলন চালিয়ে যাব। এই দাবী দাবা নিয়ে ১৫৬৯ এর সকল শ্রমিকদের স্বার্থে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকবো বলে প্রতিশ্র“তি দিলাম।

এছাড়া সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আমরা ১৯৯২ সাল থেকে শ্রমিকদের সেবা দিয়ে আসছি। ইউনিয়নের শ্রম দপ্তরের সংবিধান অনুযায়ী ইউনিয়নের সকল খরচ মেটানোর জন্য ১৫৬৯ শ্রমিক ইউনিয়ন ১৮৭৬ মালিক সমিতি এবং বাংলাদেশ অটোরিক্সা পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি: নং বি-২১৮১ এর তিনটি সংগঠনের ১০ টাকা করে মোট ৩০টাকা আদায় করা হয়। ইহা হইতে শ্রমিকদের মৃত্যু ফান্ড, পেনশন, চিকিৎসা ভাতা নিশ্চিত করা হইয়াছে । এই সংগঠনের নামে অবৈধ ভাবে কেউ চাঁদা আদায় করলে তাহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরে জাতীয় মে দিবস উপলক্ষে র‌্যালী করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি