সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » হাজিরা দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ


হাজিরা দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিক্ষার্থী একজন, কিন্তু দুই স্কুলেরই দাবি মেহেরিন তাদের ছাত্রী। আবার দুই স্কুলেই মেহেরিনের সমান হাজিরা। শুধু তাই নয়Ñ দুই স্কুল থেকেই তোলা হয় উপবৃত্তির টাকা। দুই স্কুলের বিরুদ্ধেই মিলেছে উপবৃত্তির টাকা আত্মসাতের প্রমাণ। এমন জটিল সমীকরণ তৈরি হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এ ঘটনা সম্পর্কে কোন বক্তব্য দিতেও রাজি হননি শিক্ষা কর্মকর্তারা।

সাটুরিয়ার পয়লা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেহেরিন প্রথম শ্রেণীর থেকেই তাদের স্কুলেই লেখাপড়া করেছেন। এমনকি পিএসসি পরীক্ষা সে সাটুরিয়া পয়লা প্রাথমিক বিদ্যালয় থেকেই অংশ নেয় সে।

অন্যদিকে ঠিক একই দাবি করছেন কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের। তারা বলছেন, মেহেরিন দ্বিতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত ছাত্রী ছিলো।

এদিকে পয়লা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার বলেন, ‘মেহেরিন প্রথম শ্রেণীর থেকে আমার স্কুলেই পড়ছে। সব ধরনের সুযোগ সুবিধার আমাদের স্কুল থেকেই নিয়েছে’।

অন্যদিকে কাওন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্রপাল বলেন, ‘মেহেরিন আমাদের স্কুলে লেখাপড়া করেছেন এখানে সে নিয়মিত স্কুলে অংশগ্রহণ করেছে। আমাদের স্কুলের পাশে সে বাসা নিয়ে থাকে’।

দুই স্কুলেই চতুর্থ এবং পঞ্চম শ্রেণির হাজিরা খাতায় দেখা গেছে মেহেরিনের গড় উপস্থিতি ৮৫ ভাগ। ২০১৫ -১৬ অর্থ বছরে দুই স্কলেই উপবৃত্তির তালিকায়ও রয়েছে তার নাম। জানা যায় পয়লা স্কুল ছেড়ে কিছুদিনের জন্য কাওন্নারা স্কুলে লেখাপড়া করে মেহেরিন। আর পিএসসি পরীক্ষার আগে ফিরে যায় পয়লা স্কুলে। কিন্তু মাঝের সময়টা দুই স্কুলেই মেহেরিনের গড় হাজিরা ঠিক রেখে উপবৃত্তির টাকা তুলে আত্মসাৎ করে।

মেহেরিনের বাবা সোলাইমান প্রধান বলেন, ‘আমার মেয়ে পয়লা স্কুলেই নিয়মিত ক্লাস করেছে। উপবৃত্তির টাকাটা পয়লা স্কুল থেকেই নেয়। আর কাওন্নারা স্কুলের টাকার ব্যপারে আমি কিছু জানি না’।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি উপজেলার শিক্ষা কর্মকর্তা। এদিকে উপবৃত্তির টাকা অত্মসাৎতের ঘটনা ধামাচাপা দিতে জোর চেষ্টাও চালাচ্ছে একটি মহল।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি