সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়নদের আইনমন্ত্রীর আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য বাংলাদেশে লায়ন্স ক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে লায়ন্স ক্লাব ৩১৫ এ ওয়ানের (লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১) ২২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো, শিক্ষা, অর্থনীতিসহ সামগ্রিক উন্নয়নের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে।

লায়নদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের দায়িত্বশীল অংশীদার। আপনাদের সহযোগিতা ও অংশীদারিত্ব ছাড়া উন্নয়ন এবং কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। আমি আপনাদের প্রতি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা- অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি গতকালই এর অবসান ঘটিয়েছেন। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নাই।

লায়ন কল্পনা রাজিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম রেজাউল হক, এফবিবিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবির হোসেন প্রমুখ ।

পূর্বাশানিউজ/০৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি