রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আবুধাবি ফান্ড বাংলাদেশে বিনিয়োগ করবে ৭’শ মিলিয়ন দিরহাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭


পূর্বাশা  ডেস্ক:

বাংলাদেশের ৯টি উন্নয়ন প্রকল্পে আবুধাবি ফান্ড ফর ডেভলপমেন্ট (এডিএফডি) ৭’শ মিলিয়ন দিরহাম বা ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এ অর্থ বাংলাদেশ সরকারকে অনুদান ও ঋণ হিসেবে দেওয়া হবে। আর তা বিনিয়োগ হবে শিল্প, জালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে।

এডিএফডি’র মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল সুবাইদি বলেন, বাংলাদেশ সরকারকে এ অর্থ দেয়া হবে দেশটির উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে। এছাড়া ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ৬০ ভাগ অংশীদারিত্ব করছে এডিএফডি। ২০১৩ সালে এডিএফডি সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি প্রজেক্টে ১১০ মিলিয়ন দিরহাম অর্থ সহায়তা দেয়। গত বছরের মার্চ থেকে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার পর ২২ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছরের শেষ দিকে প্রকল্পটির কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরো সম্প্রসারিত হবে।

এছাড়া শিকলবাহা বিদ্যুৎ প্রকল্পে সহায়তা করছে এডিএফডি। এ বিদ্যুৎ কেন্দ্রের সংস্কার ও উন্নয়নের কাজ শেষ হলে ঢাকায় বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরো বাড়বে।

০৭/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি