শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নিয়ম মেনেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে : নসরুল হামিদ


নিয়ম মেনেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে : নসরুল হামিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:পূর্বাশা ডেস্ক:রুবেল মজুমদারবিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সব ধরনের নিয়ম-কানুন মেনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না এবং এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে কোনো ধরনের ক্ষতির আশংকা নেই।

প্রতিমন্ত্রী আজ সংসদে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন।

নসরুল হামিদ বলেন, এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশের বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে কার্বণ নিঃসরণের পরিমান ওয়ার্ল্ড রেটিংয়ের নিচে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, জাপানের জনবহুল ওকাহামা এলাকায় এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কিন্তু সেখানে পরিবেশগত কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দেশে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এই এলাকা জনবহুল এলাকা নয়। তবুও আমরা পরিবেশ অধিদফতরের দেয়া ৬০টি সুপারিশ বিবেচনায় নিয়েছি।

তিনি বলেন, এই প্রকল্পের জন্য ভারতের এক্সিম ব্যাংক আর্থিক সহায়তা দিচ্ছে। এক্সিম ব্যাংকের সাথে নরওয়ে সরকারের আর্থিক ব্যাপারে কোনো সম্পর্ক নেই।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি