সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চলতি অর্থবছরে পূরণ হবে না তৈরি পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে মনে করছে বিজিএমইএ। কারণ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়াকে দায়ী করছেন তারা। এ অবস্থায়, বাজার ধরে রাখতে ডলারের বিপরীতে টাকার মূল্য কমানোর দাবি তাদের। ব্যবসায়ীদের এই দাবিকে যৌক্তিক মেনে সরকারকে উদ্যোগী হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা।

চলতি অর্থবছরে তৈরি পোশাক শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩০ বিলিয়ন ডলারের বেশি। গেল বছর এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি হলেও এবছরের চিত্র হতাশাজনক।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী, গেল অর্থবছরের জুলাই মাসের তুলনায় ৪.৪১ শতাংশ কম প্রবৃদ্ধি নিয়ে চলতি অর্থবছর শুরু করে পোশাক শিল্প। এরপর ওঠা-নামার মধ্যে গেল ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৮২ শতাংশ। স্বাভাবিকভাবেই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮.১৫ শতাংশ অর্জন সম্ভব না বলেই মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘গত বছরে যেখানে বিশ্ববাজারে চাহিদা কমেছিলো সাড়ে সাত শতাংশ সেখানে এবছর এরিমধ্যে ছয় শতাংশ কম হয়েছে।

এ অবস্থায় প্রতিযোগিতামূলক দামের সুযোগে ক্রেতারা যেন অন্য দেশে চলে না যায়, সেজন্য প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেয়ার দাবি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র।

অর্থনীতিবিদরাও বলছেন, সময় এসেছে ডলারের বিপরীতে টাকার মূল্য কমানোর।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘অন্যান্য প্রতিদ্বন্দ্বী সক্ষম দেশগুলোতে যেভাবে মুদ্রার বিনিময় অবমুল্যায়িত হচ্ছে সেটিকে মাথায় রেখে অথবা ঐ পর্যায়ে গিয়ে যদি অবমূল্যায়নটি করা যায় তাহলে এর সুবিধা হয়তো আমাদের রপ্তানিকারকরা পেতে পারেন’।

এরসঙ্গে ব্যবসায়ীদের উৎসাহ দিতে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা ৩ শতাংশ থেকে বাড়ানোর পরামর্শও দিলেন তারা।

পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি