শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্তর প্রদেশে স্কুলছাত্ররা শনিবার থেকে ব্যাগ ছাড়াই স্কুলে যেতে পারবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ছোট্ট কাঁধে পর্বতপ্রমাণ ভার। তাই বইয়ের বোঝা থেকে ছোটদের মুক্তি দিতে এক সার্থক পদক্ষেপ নিল রাজ্য সরকার। একরত্তি পড়ুয়াদের ব্যাগের ভার থেকে মুক্তি দিয়ে রাজ্যসরকারের সিদ্ধান্ত এবার থেকে শনিবার স্কুলে বইয়ের ব্যাগের ছুটি। অর্থাৎ শনিবারগুলো স্কুল খোলা থাকলেও পড়ুয়াদের কোনও বই বা বইয়ের ব্যাগ বয়ে আনতে হবে না। এরকমই নজিরবিহীন ঘোষণার পথে উত্তরপ্রদেশের যোগী সরকার ।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ । বেশ কয়েকটি সিদ্ধান্তের জন্যে বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। আবার বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপও নিয়েছেন তিনি। কোনও পক্ষপাতিত্ব না করে, রাজ্যকে উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও তিনি যত্নশীল তা আরও একবার তা প্রমাণ করে দিলেন আদিত্যনাথ ।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী দীনেশ ত্রিবেদী মোদি সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এবার থেকে স্কুলে সপ্তাহের শেষদিন অর্থাৎ শনিবারগুলি পালন হবে ফান ডে হিসেবে। বই খাতা ছাড়াই ক্লাসে খেলাধূলার মাধ্যমে পড়ানো হবে পড়ুয়াদের। এতে শুধু ব্যাগের ভার থেকেই পড়ুয়ারা মুক্তি পাবে না সঙ্গে কমবে মানসিক চাপও। খেলা ও শিক্ষা কর্মের মাধ্যমে সহজ হবে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্পর্ক। শীঘ্রই প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই নিয়ম শুরু হবে।

এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে শিক্ষক ও চিকিৎসক মহলও । ব্যাগের বোঝায় চাপা পড়ছে পড়ুয়াদের শৈশব । নিজের শরীরের ক্ষমতার থেকে বেশি ভারী ব্যাগ বইতে গিয়ে ছোট বয়স থেকেই ঘাড়, পিঠ, কোমর ও শিরদাঁড়ার সমস্যায় আক্রান্ত হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। সপ্তাহে অন্তত একটা দিন বইয়ের ভার থেকে মুক্তি দিতেই উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি