শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরিয়া প্রশাসন হাজার হাজার কারাবন্দীকে পুড়িয়ে মারছে !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিরিয়া প্রশাসন হাজার হাজার কারাবন্দীকে শ্মশানের চুল্লিতে পুড়িয়ে মারছে বলে দেশটির প্রেসিডেন্ট বাসার-আল-আসাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমেরিকা। এই বিষয়ে প্রমাণ হিসাবে ২০১৫-এর শ্মশানের একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা স্টাউর্ট জোনস দাবি করেছে দামাস্কাসের বাইরে একটি জেলে প্রতিদিন ফাঁসী দেওয়া হচ্ছে প্রায় পঞ্চাশ জন কারাবন্দীকে। সেই চিহ্ন আন্তর্জাতিক মহলের সামনে না আসে সেজন্যই পুড়িয়ে ফেলা হচ্ছে তাদের দেহ। যদিও স্যাটেলাইট চিত্র থেকেই প্রমাণিত হয় না যে নির্মাণটি একটি শ্মশান।

জোনস জানিয়েছেন, আন্তর্জাতিক মহলের সামনে এই তথ্য-প্রমাণ তুলে ধরার চিন্তা-ভাবনা চালাচ্ছে আমেরিকা। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল-আসাদকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কোনও নির্দিষ্ট তথ্য না থকলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশানল রিপোর্টে বলা হয়েছে ২০১১ থেকে ২০১৫-র মধ্যে সিরিয়ায় হত্যা করা হয়েছে প্রায় ১৩ হাজার কারাবন্দীকে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার জেল গুলিতে চলা এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিল মানবাধিকার সংগঠনটি। এই বিষয়ে রাষ্ট্রসংঘের তদন্তও দাবি করেছিল তারা। অত্যাচারিত কারাবন্দীদের মধ্যে বেশির ভাগই সিরিয়ার প্রেসিডেন্ট বাসারের বিরোধী নাগরিক।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি