শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬০% ভারতীয় আবার মোদিকেই প্রধানমন্ত্রী হিসাবে চান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:
মঙ্গলবার দিল্লির মসনদে তিন বছর পূর্ণ করল মোদি সরকার। ২০১৪ সালে প্রবল জনমত নিয়ে সরকার গড়ার পর বিরোধীদের আক্রমণ, সাম্প্রদায়িক ও অসহিষ্ণু বলে ‘বুদ্ধিজীবী’দের চিল-চিৎকার সত্বেও যদি এখনই নির্বাচন হয়, তাহলে ক্ষমতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই।

এমনটাই উঠে আসছে ‘লোকাল সার্কেলস’ নামের একটি সংস্থানের সমীক্ষায়। যদিও বেশ কিছু বিষয়ে জনতার মধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। তবুও প্রত্যেক ৫ জন ভারতীয়র মধ্যে ৩ জন মোদি সরকারের কাজে সন্তুষ্ট।

‘লোকাল সার্কেলস’র চালানো এই সমীক্ষায় অংশগ্রহণ করেছেন ২০০টি শহরের প্রায় ২ লক্ষ ভোটার। প্রায় ৪৪ হাজার মানুষ ওই সংস্থার ওয়েবসাইটে নিজেদের মতামত জানিয়েছেন। তিন বছরের শাসনকালে এনডিএ সরকার ৬১% মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে সমীক্ষায় প্রকাশ। ৫৯% মানুষ মনে করেন যে, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটছে। যদিও মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, শিশু ও মহিলাদের বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা অপরাধ-সহ বেশ কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তবুও তাঁদের আস্থা এখনও মোদিতেই। মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা জমা দেওয়ার (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) কেন্দ্রের উদ্যোগ প্রায় ৪৭% মানুষের মন জয় করেছে। তবে সরকারের ড্রিম প্রজেক্ট ‘মেক ইন ইন্ডিয়া’ মাত্র ৮% লোকের সমর্থন পেয়েছে।

যেসব ক্ষেত্রে মোদি সরকারের পারফরম্যান্সে মানুষ সন্তুষ্ট তা হল-বিদেশ নীতি, সাম্প্রদায়িক সমস্যার সমাধান, পরিকাঠামোর উন্নতি ও সংসদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করানো।

উল্লেখ্য, পাকিস্তানের প্রতি মোদির কড়া মনোভাব ও নীতিতে খুশি আম জনতা। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে, ৮১% ভারতীয় মনে করেন মোদি সরকার আসার পর বিশ্বে ভারতের ছবি আরও উজ্জ্বল হয়েছে। ৬৪% মানুষ মনে করেন সরকারের পাকিস্তান নীতি সঠিক। বিরোধীদের দাবি উড়িয়ে ৫১% ভারতীয় মনে করেন কালো টাকার বিরুদ্ধে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিকই ছিল।

বেশ কিছু বিষয়ে অসন্তুষ্টি থাকলেও জনতা যে মোদিতেই ভরসা রাখছে এই সমীক্ষায় তা স্পষ্ট। তবে মানুষের মনে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি স্বচ্ছ হলেও অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষোভ স্পষ্ট। ৬৯% মানুষ তাঁদের এলাকার বিধায়ক বা সাংসদদের কার্যকলাপে অসন্তুষ্ট। উল্লেখ্য, এ নিয়ে মোদি সরকারের পারফরম্যান্সের উপর তৃতীয়বার সমীক্ষা চালাল ‘লোকাল সার্কেলস’। এই সমীক্ষায় স্পষ্ট যে এখনই যদি নির্বাচন হয় তা হলে দেশ আবার বলবে ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি